মুদ্রা বিনিময়

আমার কাছে বাংলাদেশি ১০০০ টাকা আছে। এই টাকা কে আমি আমেরিকান ডলার বা ইন্ডিয়ান রুপিতে হাতে হাতে বদলাতে চাই। অর্থাৎ মুদ্রা বিনিময় করতে চাই। এটা কি সম্ভব? আর সম্ভব হলে কিভাবে?


1 Answers
Md Shariar Sarkar Staff answered 1 year ago

খুচরা ডলার নোট যেমন ১০ ডলার বা ৫ ডলার যদি কারো কাছে থাকে এবং তারা যদি সেটা ভেঙ্গে নিতে চায়, সে ক্ষেত্রে আপনি হাতে হাতে মুদ্রা বিনিয়ম করে নিতে পারবেন ।  আর আপনি কোথায় অবস্থার করছেন তার উপরেও নির্ভর করছে হাতে হাতে টাকা থেকে ডলার পাবার বেপার টা ।


তবে আপনার আশেপাশে একটু খোজ নিয়ে দেখেন যদি কোন মানি এক্সেন্জ এজেন্সি থাকে, তাদের কাছ থেকেও টাকা থেকে ডলার করে নিতে পারবেন । ঢাকায় অনেক জায়গাতেই আছে এমন মানি এক্সেন্জ এজেন্সি।
আবার ব্যাংক এও খোজ নিয়ে দেখতে পারেন । তবে ১০০০ টাকাকে ডলার করে দেবেকিনা আমার ঠিক জানা নেই ।

আর বর্তমান সময় এর মুদ্রা বিনিময় রেট জানতে ভিজিট করতে পারেন
https://kivabe.com/currency/

Your Answer

15 + 0 =

error: Content is protected !!