লবণাক্ত জমিতে চাষ উপযোগী ধানের জাতকেই লবণাক্ত সহিঞ্চু ধান বলে। লবণ সহিষ্ণু জাতের ধানের মধ্যে রয়েছে ব্রি–৪৭, ব্রি–৫৫, ব্রি–৬৭, বিনা–৮ ও বিনা–১০। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) বিনা–৮ ও বিনা–১০ জাতের লবণ সহিষ্ণু ধান উদ্ভাবন করেছে। অন্যদিকে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) ব্রি–৪৭, ব্রি–৫৫ ও ব্রি–৬৭ জাতের লবণ সহিষ্ণু ধানের উদ্ভাবন করেছে। লবন সহিষ্ণু জাত, নিয়মিত সেচ, পানি ব্যাবস্থাপনা, উপযুক্ত মাত্রার সার প্রয়োগ ইত্যাদি সকল প্রযুক্তির সম্মিলিত প্রয়োগের মাধ্যমেই লবণাক্ত জমিতে উপযোগী ধান চাষ সম্ভব।
লবণাক্ত সহিঞ্চু ধানের জাত কি?
Your Answer