হার্ডডিস্ক কিভাবে কাজ করে?

প্রশ্ন উত্তরCategory: সাধারণহার্ডডিস্ক কিভাবে কাজ করে?
Alim asked 6 years ago

হার্ডডিস্ক কিভাবে কাজ করে ডেক্সটপে এই বিষয়টি আমার খেলে না । এই বিষয়ে জানতে চাই 


1 Answers
Imran Hossain answered 6 years ago

হার্ড ডিস্ক কম্পিউটারে ডাটা সংরক্ষণ এর কাজ করে থাকে । অর্থাৎ আমরা যাবতীয় ফাইল, ভিডিও, যেকোন ধরেনের ফাইল রাখি, তার সবগুলো হার্ড ডিস্কে জমা থাকে । তো কম্পিউটার হার্ড ডিস্ক কাজ করে তা দেখে নেই, হার্ড ডিস্ক (এইচডিডি), হার্ড ডিস্ক, হার্ড ড্রাইভ বা ফিক্সড ড্রাইভ হলো ডাটা সংরক্ষণের যন্ত্র যা তথ্য জমা এবং পরবর্তী সময়ে পড়ার জন্য ব্যবহৃত হয়। হার্ড ডিস্কে সমকেন্দ্রিক একাধিক চাকতি থাকে। একে প্লেটারস বলে। এগুলো চৌম্বকীয় ধাতু দিয়ে আচ্ছাদিত থাকে। প্লেটারসগুলো চৌম্বকীয় হেডস বা মাথার সাথে জোড়া দেয়া থাকে। এগুলোর সাথে আর একটি সক্রিয় একচুয়েটর আর্ম বা হাত থাকে। এই একচুয়েটর হাত প্লেটারগুলোর উপরিভাগ থেকে তথ্য পড়তে এবং তথ্য জমা করতে ব্যবহৃত হয়। ডাটাগুলো ড্রাইভে স্থানান্তরিত হয় র‍্যানডম-একসেস প্রক্রিয়ার ভিত্তিতে। এর মানে হল ডাটা যখন ড্রাইভে রাখা হয় এগুলো পর পর সাজানো হয় না বরং যেকোন খালি জায়গায় ডাটা জমা করা হয়। হার্ড ডিস্ক ড্রাইভ কম্পিউটার বন্ধ করার পরও ডাটা সংরক্ষন করে রাখতে পারে ।


Your Answer

17 + 11 =

error: Content is protected !!