অভ্র তে সোনার বাংলা ফন্ট ব্যবহার করে দাড়ি চিহ্ন দিলে তা একটু উপরের দিকে উঠে যায়,সমাধান কী?
সোনার বাংলা ফন্ট টা তো OmicronLab (অভ্র কিবোর্ড যারা তৈরি করেছেন) এর না । এবং এটি বোদহয় ইউনিকোড ফন্ট ও না ।
আর দাড়ির যে বিষয়টি বললেন সেটা আসলে ফন্ট ডিজাইনার যেভাবে সেট করেছে সেই রকম ই হবে এবং বোদহয় সোনার বাংলা ফন্ট এর ক্ষেত্রে এটি একটু উপরেই আসে ।
সে ক্ষেত্রে আপনি Omicron Lab এর বাংলা ফন্ট গুলোর ভেতর থেকে Kalpurush বা Siyam Rupali ফন্ট নামিয়ে ব্যবহার করে দেখতে পারেন ।