আমার বয়স ২২-২৩ বছর কিন্তু তার তুলনায় ওজন খুবই কম মাএ ৪৩-৪৪কেজি শক্তি কম চিকনা আর একটা কথা আমার প্রসাব এর সাথে অনেক সময় খব কম সাদা প্রসাব ও হত ++ সুস্থতা পেতে চাই ওজন ও বাড়াতে চাই
কিডনির কারনে অনেক সময় প্রসাব এ সমস্যা হয় । আর যদি প্রসাব এর সাথে সাদা প্রসাব হয়, তাহলে আপনি একবার চর্ম ও যৌন ডাক্তার দেখান । ওজন না বাড়ার পেছনে কারন হতে পারে খাদ্যাভাস এর সমস্যা আবার আনেক সময় পেটের ও কিছু সমস্যার কারনে হতে পারে । ভালো হয় কোন ভালো মেডিসিন ডাক্তার দেখান । নাম ধারি ডাক্তার না দেখিয়ে একটু খোজ নিয়ে ভালো ডাক্তার দেখান, আশা করি ভালো হয়ে যাবে আপনার সমস্যা ।
ধন্যবাদ