ভেলোর ভ্রমণ বিস্তারিত

প্রশ্ন উত্তরCategory: স্বাস্থ্য সেবাভেলোর ভ্রমণ বিস্তারিত
Riki asked 4 years ago

ভেলোর ভ্রমণ বিস্তারিত জানতে চাই।  চিকিৎসা,  বেড়ান,  থাকা খাওয়া সহ সব জানতে চাই। ভেলোর ভ্রমণ সমপরকে জানান 


1 Answers
Md Shariar Sarkar Staff answered 4 years ago

ভেলোর এ সাধারনত মানুষ চিকিৎসার জন্য ভ্রমন করে ।  আপনি চাইলে আমাদের আর একটি পোস্ট দেখে নিতে পারেন যেখানে আলোচনা করা হয়েছে ভেলোর এ চিকিৎসার জন্য আসবেন কিভাবে ।


ভেলোর দর্শনীয় স্থান

আর ভেলোর দর্শনীয় স্থান বা ভেলোর ভ্রমন নিয়ে নিচে আলোচনা করছি  । সিএমসি র আসপাসে দেখার তেমন কিছু না থাকলেও পাশেই রয়েছে পাহাড় যা পায়ে হেটেই যেতে পারবেন । নিচে এর ছবি দিলাম…

Vellor Hill

ছবিটি পাহাড় এর মাঝখানে উঠে তোলা , পাশাপাশি বেশ কয়েকটি পাহাড়

তবে ভেলোর  আসেপাসে কিছু দর্শনীয় স্থান আছে যেগুলো তে যেতে পারেন সময় ও সুযোগ পেলে । চলুন দেখে নেয়া যাক ।

 

Vellore Fort

এটি ভেলোর এর মধ্যেই অবস্থিত এবং সিএমসি এলাকা বা সাইদাপেট থেকে হেটেই যাওয়া যায় । এটি একটি দুর্গ যা ১৬০০ সালের দিথে তৈরি করা হয় । এর চারদিক দিয়ে পানি আর ( যদিও এখন এক সাইট শুখে গেছে  ) আর তার ভেতরে দুর্গটি । ভেতরে একটি মন্দির , একটি মসজিদ ও একটি চার্চ আছে । সল্প দুরত্বের মধ্যে বেশ ভালই একটি যায়গা যার পুরোটা পায়ে হেটে দেখতে হবে ।

vellor fort

vellor fort, ভেলোর ফোর্ট

আরো বিস্তারিত : https://www.google.com/search?client=firefox-b-d&q=vellore+fort

Vellore Amirthi Zoological Park

এটি একটি চিড়িয়াখান ও পার্ক যা সিএমসি থেকে প্রায় ২৫ কিলো দুলে তবে ভেলোর এর মধ্যেই । ১৯৬৯ সালে এটি তৈরি করা হয় । এখানে বিভিন্য ধরনের পশুপাখি আছে । পশুপাখির সংখ্যা প্রায় ১৭৪ টা । আরো বিস্তারিত জানতে

https://www.google.com/search?client=firefox-b-d&q=Vellore+Amirthi+Zoological+Park

 

Sri Lakshmi Narayani Golden Temple

নারায়নি স্বর্ণ মন্দির টি ভেলোর এর সিএমসি হাসপাতাল থেকে প্রায় ১০ কিলোমিটার দুরে যেখাবে অটো কিংবা বাস এ করে যেতে পারবেন । এর ভেতরে একটি মন্দির ও চারপাশ দিয়ে হেটে দেখার মতো পার্ক  ।

আরো বিস্তারিত https://www.google.com/search?client=firefox-b-d&q=Sri+Lakshmi+Narayani+Golden+Temple

Your Answer

3 + 1 =

error: Content is protected !!