ভিটামিন C এর উৎস, কাজ এবং এর অভাবে কোন কোন রোগ দেখা দেয়?

প্রশ্ন উত্তরCategory: স্বাস্থ্য সেবাভিটামিন C এর উৎস, কাজ এবং এর অভাবে কোন কোন রোগ দেখা দেয়?
Abdullah Al Faroque Staff asked 6 months ago


1 Answers
Abdullah Al Faroque Staff answered 6 months ago

ভিটামিন C এর উৎসঃ

  • টাটকা ফলমূল এবং টাটকা শাক-সবজি ভিটামিন C এর প্রধান উৎস। ফলমূলের মধ্যে- কমলালেবু, টমেটো, পেয়ারা, আমলকী, লেবু, আনারস প্রভৃতিতে ভিটামিন C বিদ্যমান। আর শাক-সবজির মধ্যে ফুলকপি, করলা, পুদিনা পাতা, কাঁচা মরিচ, মুলাশাক, ধনে পাতা ইত্যাদিতে ভিটামিন C রয়েছে।

কাজসমূহঃ

  • দাঁত, ত্বক, হাড় প্রভৃতির কোষগুলোকে একে অপরের সাথে জোড়া লাগানোর মাধ্যমে শক্ত ও মজবুত গাঁথুনি তৈরি করে।
  • শরীরের ক্ষত পুনরায় গঠনের কাজে সহায়ক ভূমিকা পালন করে।
  • মাড়ি এবং দাঁত শক্ত ও মজবুত রাখে।
  • ত্বক উজ্জ্বল ও মসৃণ রাখে।
  • ভিটামিন C অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অ্যামাইনো এসিড, স্নেহ এবং আমিষের বিপাকীয় কাজে।
  • রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

অভাবজনিত রোগসমূহঃ

  • ভিটামিন C এর অভাবে দাঁতের মাড়ি দিয়ে রক্ত পড়া রোগ অর্থাৎ স্কার্ভিতে আক্রান্ত হয়।
  • শরীরে ঘা সৃষ্টি হলে ক্ষত শুকাতে অনেক বিলম্ব হয়।
  • অস্থির গঠন মজবুত হয় না।
  • দাঁতের মাড়ি ফুলে যায় এবং ইনামেল উঠে যায়।
  • দাঁত সহজে দুর্বল হয়ে পড়ে যায়।
  • রোগ প্রতিরোধ ক্ষমতা ক্রমশ হ্রাস পেয়ে যার কারণে খুব সহজে ঠান্ডা লাগে।


Your Answer

17 + 8 =

error: Content is protected !!