ঠিক ঠাক ভাবে ওয়াইফাই এর পাসওয়ার্ড দেয়ার পরেও ওয়াইফাই Connection পায়না। শুধু
Connection denied লেখা দেখাই। কেউ সমাধান দিবেন প্লিজ।
এটা অনেক সময় হয়ে থাকে যে আপনি যে রাউটারের সাথে কানেক্ট হতে চাচ্ছেন সেটির উইজার ক্যাপাসাটি লিমিট ক্রস করেছে কিংবা সেটিতে ম্যাক এড্রেস ফিলটার এড করা আছে । Mac Filtering এড করা থাকলে শুধু মাত্র অনুমুতি দেয়া ডিভাইচ গুলোই কানেক্ট হতে পারবে ।
আর তাই উপরের ঘটনা গুলোর ক্ষেত্রে আপনার WiFi Password জানা থাকলেও কানেক্ট করতে পারবেন না ।