আমার মোবাইলে WiFi এর সমস্যা …?

প্রশ্ন উত্তরCategory: সমস্যাআমার মোবাইলে WiFi এর সমস্যা …?
MD, Joy asked 7 years ago

ঠিক ঠাক ভাবে ওয়াইফাই এর পাসওয়ার্ড দেয়ার পরেও ওয়াইফাই Connection  পায়না। শুধু 
Connection denied  লেখা দেখাই। কেউ সমাধান দিবেন প্লিজ।


1 Answers
Md Shariar Sarkar Staff answered 7 years ago

এটা অনেক সময়  হয়ে থাকে যে আপনি যে রাউটারের সাথে কানেক্ট হতে চাচ্ছেন সেটির উইজার ক্যাপাসাটি লিমিট ক্রস করেছে কিংবা সেটিতে ম্যাক এড্রেস ফিলটার এড করা আছে । Mac Filtering এড করা থাকলে শুধু মাত্র অনুমুতি দেয়া ডিভাইচ গুলোই কানেক্ট হতে পারবে ।


আর তাই উপরের ঘটনা গুলোর ক্ষেত্রে আপনার WiFi Password জানা থাকলেও কানেক্ট করতে পারবেন না ।

Your Answer

19 + 12 =

error: Content is protected !!