এক্সেলে সেল রেফারেন্স কি? দেখা যায় কোথায়

প্রশ্ন উত্তরCategory: মাইক্রোসফ্ট অফিস প্রোগ্রামএক্সেলে সেল রেফারেন্স কি? দেখা যায় কোথায়

এক্সেলে সেল রেফারেন্স দেখা যায় কোথায়? সেল রেফারেন্স কি ?


1 Answers
Shariar answered 3 years ago

এক্সেলে সেল রেফারেন্স বোঝার আগে রেফারেন্স শব্দটি একটু বোঝা দরকার। ইংরেজি Reference শব্দটির বাংলা দাড়ায় সম্পর্ক কিংবা সম্পর্কস্থাপন। এবার আসা যাক


সেল রেফারেন্স কি ?

এক্সেল সেল রেফারেন্স কোন একটি সেল বা সেল রেন্জ নির্দেশ করে যা ঐ এক্সেল সিট কিংবা অন্য আর একটি এক্সেল সিটের হরে পারে

এক্সেল সেল রেফারেন্স ব্যবহৃত হয় এক্সেলের বিভিন্ন ফরমুলায় ।

Excel Cell Reference কোথায় ব্যবহৃত হয়?

একটি ওয়ার্কসিটের এক বা একাধিক ফরমুলায় আপনি  সেল রেফারেন্স ব্যবহার করতে পারবেন । একটি উদাহরন দেই

এক্সেলের যে কোন সেলে = 1 + 3 লিখে Enter চাপলে পেয়ে যাবেন 4, আবার = A1 + A2 লিখে Enter চাপলে পেয়ে এবার এক্সেল A1 ও  A2 সেলের ভেলু নিয়ে যোগ করবে ।

আপাত দৃষ্টিতে A1 ও  A2 দুটে সেলের নাম হলেও = A1 + A2 ফরমুলায় দুটি সেলের ভেলুকে রেফার করছে রেফারেন্স হিসেবে ।

নিচের টেবিল টি দেখুন

ফরমুলারেফার করছেবর্ননা
=A1A1 সেলA1 সেলের ভেলু
=A1:A10A1 থেকে A10 পর্যন্ত সবগুলো সেলএটি ব্যব্যহৃত হয় ফাংশন গুলোতে, যেমন
=sum(a1;a10)এবং এই সময় ঐ রেন্জের সবগুলো সেলের ভেলু নিয়ে ফাংশন টি কাজ করে ।
=gtotoal-discountgtotoal ও discount নামে দুটি সেলএক্ষেত্রে সেলগুলোর নাম পরিবর্তন করে gtotoal ও discount দেয়া থাকলে কাজ করবে এবং ঐ সেলগুলোর ভেলু নিয়ে অপারেশন হবে ।
=Sheet2!A1Sheet2 নামের সিটের A1 সেলSheet2 নামের সিটের A1 সেল এর ভেলু ।

 

সেল রেফারেন্স দেখা যায় কোথায়

উপরের আলোচনার ধারনা পেয়েছেন এটি ব্যবহার হয় এক্সেল ফরমুলায়, তাই সেল রেফারেন্স দেখা যায় ফরমুলা বার এ । এটির অবস্থান রিবনের / মেনুর নিচে এবং নেম বক্স এর ডান পাশে ।

অথবা যে সেলে ফরমুলাটি লেখা হয়েছে সেটিতে ডাবল ক্লিক করলে

নিচের ছবিটি দেখুন ।

cell reference in formula bar

cell reference in formula bar

Your Answer

17 + 8 =

error: Content is protected !!