কোয়ারেন্টাইন কি এবং কিভাবে করে জানতে চাই। করোনাভাইরাস সন্দেহভাজনদের কোয়ারেন্টাইন রাখা হচ্ছে, আসলে বিষয়টা কি?
কোয়ারেনটাইন বা কোয়ারেনটিন (quarantine) একটি ইংরেজি শব্দ যার অর্থ সঙ্গরোধ । কোয়ারেনটাইন বা কোয়ারেনটিন বলতে আসলে বোঝায় একটি রাষ্ট্র, সময়কাল, বা বিচ্ছিন্নতার জায়গা যেখানে মানুষ বা প্রাণী যারা অন্য কোথাও থেকে এসেছেন বা সংক্রামক বা সংক্রামক রোগের সংস্পর্শে এসেছেন তাদের রাখা করা হয়েছে।
আর বর্তমান প্রেক্ষাপট এ যেহেতু করোনা ভাইরাস বা কভিড-১৯ একটি সংক্রামক ভাইরাস যা সহজেই এক জনের শরির থেকে আর এক জনের শরীরে ছড়াচ্ছে সংস্পর্শে আসলে । তাই, যারা করোনা ভাইরাস বা কভিড-১৯ এ আক্রান্ত কিংবা যারা বিদেশ থেকে এসেছেন তাদের কোয়ারেনটাইন এ রাখা হচ্ছে।