ড্রাইভিং লাইসেন্স নবায়ন করবো কিভাবে

প্রশ্ন উত্তরCategory: সাধারণড্রাইভিং লাইসেন্স নবায়ন করবো কিভাবে
মিজানুর asked 7 years ago

ভাই আমার ডাইভিং লাইসেন্সের মেয়াদ শেষ এখন কিভাবে ডাইভিং লাইসেন্সের মেয়াদ ভাড়াবো। তাড়াতারি উত্তর দিলে ভালো হত


1 Answers
Imran Hossain answered 7 years ago

ড্রাইভিং লাইসেন্স মেয়াদ-উত্তীর্ণ হয়ে গেলে আবার নতুন করে নবায়ন করে নিতে হয়। সাধারণত BRTA দুই ধরনের ড্রাইভিং লাইসেন্স প্রদান করে থাকে। ১। প্রফেশনাল ২। নন-প্রফেশনাল ।
প্রফেশনালঃ  ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে ১০৫০ টাকা জমা দিতে হয়।
নন-প্রফেশনালঃ  ড্রাইভিং লাইসেন্স নবায়ন করবার জন্য ১৭৫০ টাকা জমা দিতে হয়।
ড্রাইভিং লাইসেন্স নবায়ন করার জন্য প্রয়োজনীয় কাজ পত্র


  • আপনার স্ট্যাম্প সাইজের দুই কপি রঙিন ছবি
  • আপনার পাসপোর্ট সাইজের এক কপি রঙিন ছবি
  • আপনার আগের ড্রাইভিং লাইসেন্সের দুটি ফটোকপি
  • আপনার লাইসেন্সের লেমিনেটিং কপি

ড্রাইভিং লাইসেন্সের টাকা কিভাবে জাম দিবেন
ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে প্রথমে আপনি BRTA অফিসে যোগাযোগ করুন। সেখান থেকে আপনার ড্রাইভিং লাইসেন্সের ফ্রি পরিমানটা জেনে নিতে পারেন। এরপর টাকা জমা দিতে পারেন। আপনি বেশ কয়েকটি ব্যাংকের মাধ্যেমে ফ্রি জমা দিতে পারেন। যেমনঃ ব্র্যাক ব্যাংক 

Your Answer

1 + 6 =

error: Content is protected !!