তারাগুলো সধারনত হয়ে থাকে বিভিন্ন ধরনের নক্ষত্র কিংবা গ্রহ । তারাগুলো পৃথিবী থেকে বড় না ছোট তা নির্ভর করে, পৃথিবী থেকে তারাগুলোর দূরত্ব কত খানি তার উপর ।
অর্থাৎ যে তারার দূরত্ব পৃথিবী থেকে বেশি সে তারাগুলো বড় হওয়ার সম্ভবনা বেশিই থাকে । কোন কোন তারা পৃথীবির থেকে কয়েক হাজার গুন বড় আবার কোন কোন তারা পৃথীবির থেকে ছোট । কিন্তু এই তারাগুলো কাছে থাকার ফলে পৃথিবী থেকে বড় মনে হয়। যেমন ধরুন, শুক্রগ্রহ , বুধগ্রহ যেগুলো সন্ধা তারা ও শুক তারা নামে পরিচিত, এইগুলো পৃথিবীর খুব কাছেই অবস্থান করে থাকে ।