পারিবারিক বাজেট বলতে কী বুঝায়? ব্যাখ্যা কর।

প্রশ্ন উত্তরCategory: ব্যাংকিংপারিবারিক বাজেট বলতে কী বুঝায়? ব্যাখ্যা কর।
Abdullah Al Faroque Staff asked 1 year ago


2 Answers
Abdullah Al Faroque Staff answered 1 year ago

বাজেট বলতে সাধারণ বোঝায় পরিকল্পনার সংখ্যাত্মক প্রকাশ। এর অর্থ হলো, নির্দিষ্ট লক্ষ্যমাত্রা অর্জন করার জন্য নির্দিষ্ট সময়ে আয় ও ব্যয়ের পূর্ব পরিকল্পনার সংখ্যাত্মক প্রকাশই হলো বাজেট। এখানে নির্দিষ্ট সময় বলতে ধরাবাঁধা কোন নিয়ম নেই। এটা সাপ্তাহিক হতে পারে, মাসিক হতে পারে কিংবা বাৎসরিক ও হতে পারে।


পারিবারিক বাজেটঃ

পরিবারকেন্দ্রিক আয়-ব্যয়ের ভবিষ্যৎ পরিকল্পনাকে বুঝায় পারিবারিক বাজেট। অর্থাৎ পরিবারের আয়ের উৎস এবং চাহিদার উপর ভিত্তি করে ব্যয়ের খাত নির্ধারণের যে পূর্ব পরিকল্পনা গ্রহণ করা হয় তাকেই পারিবারিক বাজেট বলে।

Family Budget

Family Budget

পারিবারিক বাজেট প্রণয়নের মাধ্যমে পরিবারকে একটি কাঠামোর ভিতরে আনা সম্ভব। কারণ, এতে আয়ের অতিরিক্ত ব্যয়ের কোন সুযোগ থাকে না। সুনির্দিষ্ট কাঠামোর ভিতর অর্থাৎ বাজেটের মাধ্যমে পারিবারিক হিসাব-নিকাশ সম্পাদন করতে পারলে নির্দিষ্ট পরিমাণ আয়ের মধ্যেই সুন্দরভাবে জীবনযাপন করা সম্ভবপর।

Mimi answered 9 months ago

18


Your Answer

9 + 0 =

error: Content is protected !!