Mathematics is the science that deals with the logic of shape, quantity and arrangement. যার অর্থ করলে দাড়ায়
গণিত হল সেই বিজ্ঞান যা আকৃতি, পরিমাণ এবং ব্যবস্থাপনার যুক্তি নিয়ে কাজ করে
আর স্রষ্টার সৃষ্টিতে আকৃতি, পরিমাণ এবং ব্যবস্থাপনা সবগুলোই বিদ্যমান। আর এ কথা বলা যায় যে প্রকৃতি থেকেই কিংবা প্রকৃতির বিভিন্ন বিষয়গুলো বোঝার বা পরিমাপ রাখার জন্যই গণিত ।
সৌরজগতের যে ব্যবস্থাপনা গাণিতিক নিয়ম মেনে চলে। আবার যদি আপনি মৌচাক দেখেন, সেখানেও পাবেন গণিতের ছোয়া, প্রতিটি ঘর নির্দিষ্ট মাপের যা কেউ তাদের শিখিয়ে দেয়নি ।