বুট লোডার
কম্পিউটার স্বয়ংক্রিয় কিছু পরীক্ষা নিরীক্ষা করা কম্পিউটারের সাথে সংযুক্ত যন্ত্রসমূহ শনাক্ত করা ও ব্যবহারের জন্য প্রস্তুত করা এবং একটি অপারেটিং সিস্টেম খুজে বের করা ও তা লোড করে ব্যবহারের জন্য উপযুগি করে চালু করার কাজ করে থাকে। আধুনিক কম্পিউটারগুলো বুটিংয়ের সময় ১০ সেকন্ড বা তারও বেশি কিছু সময় ব্যয় করে কম্পিউটার এর পরীক্ষা নিরীক্ষা কাজ করে থাকে । বুট লোডার একটি কম্পিউটার প্রোগ্রাম যেটি কিছু কম্পিউটার এর বিভিন্ন যন্ত্রাংশ পরিক্ষার পর কম্পিউটারের মুল অপারেটিং সিস্টেম বা রানটাইম লোড করে থাকে । কম্পিউটার কম্পিউটারে বিদ্যু সংযোগ দেবার পর থেকে স্বাভাবিক কার্যক্রম পর্যন্ত উক্ত প্রক্রিয়া চালু থাকে ।