ভার্চুয়াল রিয়েলিটি ( Virtual Reality):
প্রকৃত অর্থে বাস্তব নয় কিন্তু বাস্তবের উদ্রেককারী বিজ্ঞান নির্ভর কল্পনাকে ভার্চুয়াল রিয়েলিটি বা অনুভবে কিংবা কল্পবাস্তবতা বলে। ভার্চুয়াল রিয়েলেটি মূলত কম্পিউটার প্রযুক্তি ও সিমুলেশন তত্বের উপর প্রতিষ্ঠিত।
সাধারণত ভার্চুয়াল রিয়েলিটিতে ত্রি-মাত্রিক ইমেজ তৈরির মাধ্যমে অতি অসম্ভব কাজও করা সম্ববপর হয়। কল্পনার পাখায় ইচ্ছে করলে চাঁদের মাটিতে হেঁটে কিংবা জুরাজিক পার্কের সেই অতিকায় ডায়নোসরের তাড়াও খায়া যায়। তাই একেই ভার্চুয়াল রিয়েলেটি বলে।