নতুন প্রিন্টার নেবার আগে লেজার প্রন্টার ও ডট প্রন্টার এর সুবিধা অসুবিধা গুলো কিকি জানতে চাই । আমার প্রতিদিন একটা বা দুইটা করে পেজ প্রিন্ট লাগে ।
ডট প্রিন্টার এর সুবিধা আসুবিধা
ডট প্রিন্টার দামে কম হবার কারনে অনেকেই এটি কিনেন প্রথম ব্যবহার এর ক্ষেত্রে। আর এটি দিয়ে সহজেই কম খরচে কালার প্রিন্ট করা যায় ।
ডট প্রিন্টার এর সুবিধা গুলো
- দামে কম এবং কালার প্রিন্ট করা যায় কম খরচে
- কম বিদ্যুৎ খরচ হয়
দাম কম হওয়াটা একটা বড় সুবিধা হলেও এর বেশ কিছু অসুবিধা আছে যেমন
- ডট প্রিন্ট এ প্রিন্ট করা কাগজ গুলো বেশিদিন সংরক্ষন করা যায়না এবং এতে পানি পড়লে লেখা গুলো নষ্ট হয়ে যায় ।
- এর কালির টোনার ছোট হওয়ায় খুব দ্রুত কালি শেষ হয়ে যায়, যদিও এখন বাইরে আলাদা করে কালির ড্রাম সেট করা যায় ।
- এই প্রিন্টার এর নিব বা হেড সহজেই জ্যাম হয়ে যায় এবং কিছুদিন ফেলে রাখলে প্রিন্টার এর হেড শুখে যায় ।
- প্রিন্টার এর দম কম হলেও কালি ও টোনার এর কথা চিন্তা করলে প্রিন্টিং খরচ একটু বেশি ।
লেজার প্রিন্টার এর সুবিধা আসুবিধা
লেজার প্রিন্টার এর সুবিধা গুলো
- মেইনটেনেন্স খরচ অনেক কম
- একবার কালি ভরলে অনেকগুলো পেজ প্রিন্ট করা যায়
- প্রিন্ট করা পেজ গুলো হিট দিয়ে প্রিন্ট হয় বলে অনেক দিন সংরক্ষন করা যায় ।
লেজার প্রিন্টার তুলোনামুলোক ভাবে একটু দামে বেশি এবং এর কিছু অসুবিধাও আছে
- হিট দিয়ে প্রিন্ট হয় বলে বিদ্যুৎ খরচ বেশি হয়
- কালার প্রিন্টার এর দাম অনেক বেশি