আপনি বোধই কম্পিউটারের ট্রাবল শুটিং এবং বিভিন্ন পার্টস কিভাবে পরিবর্তন করতে হয় তা জানতে চাচ্ছেন। যদি তাই হয়, তাহলে শুরু করতে পারেন কোন নষ্ট কম্পিউটার দিয়ে যাতে করে বিভিন্ন পার্টস সর্ম্পকে ভালো ধারনা নিতে পারেন । নষ্ট কম্পিউটার এই জন্য বলছি যে যেহেতু আপনি নতুন, তাই নষ্ট হলেও সমস্যা যাতে না হয় ।
পাশাপাশি যদি সম্ভব হয়, ট্রাবল শুটারের সান্বিদ্ধ্যে থাকার চেষ্টা করুন। ।এবং যারা হার্ডওয়ার নিয়ে কাজ করে তারের সাতে থাকুন । প্রয়োজনে ফ্রি কাজ করুন তাদের সাথে যাতে করে আপনি Practical Knowledge নিতে পারেন ।
আর ইন্টারনেট তো বিশাল বড় একটি রিসোর্স । ইউটিউব এ ও অনেক ভিডিও টিউটোরিয়াল পাওয়া যাবে Computer Troubleshoot এবং Computer Hardware এর ব্যপারে ।