ডিএনএ কি? ও DNA এর নামকরণ করেন কে ?

প্রশ্ন উত্তরCategory: বিজ্ঞানডিএনএ কি? ও DNA এর নামকরণ করেন কে ?
Rockey asked 6 years ago

জানতে চাই ?


1 Answers
Imran Hossain answered 6 years ago

DNA  এ নামকরণ করেন বিজ্ঞানী জেমস ডি. ওয়াটসন ফ্রান্সিস ক্রিক  বিজ্ঞানী নামকরণ করেন ।


ডিএনএ কি

ডিএনএ এর পূর্ণরূপ হচ্ছে, ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড  (ইংরেজিতে,  Deoxyribonucleic acid.. একে সংক্ষেপে বলা হয়, DNA )।  এইটি একটি নিউক্লিক এসিড যা জীবদেহের গঠন ও ক্রিয়াকলাপ নিয়ন্ত্রনে জীনগত নির্দেশনা প্রধান করে থাকে । সকল জীবের ডিএনএ জিনোম থাকে। তবে একটি ব্যতিক্রম হচ্ছে কিছু ভাইরাস গ্রুপ যাদের আরএনএ জিনোম রয়েছে । সাধারণত ভাইরাসকে জীবন্ত প্রাণ হিসেবে বলা যায় না । কোষে ডিএনএর প্রধান কাজ হল কোষে দীর্ঘকালের জন্য তথ্য সংরক্ষন। আবার জিনোমকে কখনও নীলনকশার সাথে তুলনা করা হয় কারণ, এতে কোষের বিভিন্ন অংশে যেমনঃ প্রোটিন ও আরএনএ অণু, গঠনের জন্য প্রয়োজনীয় নির্দেশাবলী সম্পর্কে বলা হয়ে থাকে। ডিএনএর যে অংশ এ জিনগত তথ্য বহন করে, তাকে বলে জিন । ডিএনএ জিনগত তথ্য নিয়ন্ত্রনে ব্যবহৃত হয়। যেমন প্রাণী ও উদ্ভিদে, ডিএনএ নিউক্লিয়াসের ভিতরে থাকে, তবে প্রোক্যারিয়ট যেমন ব্যাকটেরিয়াতে, ডিএনএ কোষের সাইটোপ্লাজমে থাকে।

dna images

dna images

উইকিপিডিয়া তথ্য অনুসারে, উইকিপিডিয়া  ।

Your Answer

6 + 2 =

error: Content is protected !!