FIR বলতে কি বুঝায়

প্রশ্ন উত্তরCategory: সাধারণFIR বলতে কি বুঝায়
dollar asked 4 years ago

Fir বলতে কি বুঝায় জানতে চাই । FIR  কি ?


1 Answers
Md Shariar Sarkar Staff answered 4 years ago

FIR কি?

First Investigation Report কে সংক্ষেপে বলা হয় FIR যার বাংলা দাড়ায় প্রাথমিক তদন্ত রিপোর্ট। এফআইআর কে আবার এজাহার ও বলা হয় ।


FIR বলতে কি বোঝায়?

FIR বলতে বোঝায়, কোন কিছু হারিয়ে গেলে কিংবা কোন একটি অপরাধ সংঘটিত হলে থানায় যে লিখিত অভিযোগ প্রদান করা হয় ( কিংবা মৌখিক অভিযোগ যা থানায় কর্মরত নির্দিষ্ট ব্যক্তি লিখিত আকারে লিপিবদ্ধ করেন ) সেই বিষয় টাকে ।  যেখানে উল্লেখ করা থাকে অভিযোগের বিষয় সম্পর্কে যতটা সম্ভব বিস্তারিত তথ্য এবং এর আলোকে পুলিশ প্রসাসন পরবর্তি পদক্ষেপ গুলো গ্রহণ করেন ।

Your Answer

3 + 1 =

error: Content is protected !!