উইন্ডোজ দেবার পর আর নেটওয়ার্ক পাচ্ছেনা। WiFi ও পায়না, LAN ও পায়না । এ অবস্থায় ল্যান ড্রাইভার আপডেট করব কিভাবে ?
আপনার মোবাইল টি যদি Android বা অন্য কোন স্মার্ট ফোন হয়, তাহলে শুরুতে মোবাইল ফোনের নেট পিসি তে নিন । USB ক্যাবল ব্যবহার করে নেট কানেক্ট করুন । নিচের টিটোরিয়াল টির নিচের দিকে পাবেন।
দেখে নিতে পারেন
এবার কম্পিউটার এ নেট পেলে ড্রাইভার আপডেটার ব্যবহার করে যেকোনো ড্রাইভার ইন্সটল করে নিতে পারেন আপনার কম্পিউটার এ সে দেখে নিতে পারেন কিভাবে কম্পিউটার এর ড্রাইভার আপডেট করতে হয় @ অডিও ড্রাইভার WiFi Driver মিসিং ড্রাইভার ডাউনলোড বা আপডেট করার নিয়ম
অডিও ড্রাইভার WiFi Driver মিসিং ড্রাইভার ডাউনলোড বা আপডেট করার নিয়ম