m s word এর প্রয়োজনীয়তা

Doller asked 4 years ago

m s word এর প্রয়োজনীয়তা কি কি সেগুলো জানতে চাই 


2 Answers
Md Shariar Sarkar Staff answered 4 years ago

মাইক্রোসফ্ট অফিস প্রগ্রাম এর একটি অংশ হচ্ছে MS Word প্রগ্রাম । চলুন দেখে নেয়া যাক m s word এর প্রয়োজনীয়তা কি কি?
MS Word এর প্রয়োজনীয়তা
অনেক কাজেই এম এস ওয়ার্ড ব্যবহার হয় । যেমন ধরুন:


  • কম্পিউটার এ যে কোন ধরনের ডকুমেন্ট তৈরিতে এটি ব্যবহার হয় এবং বিশেষ করে লেখার বিভিন্ন ধরনের ফরমেট তৈরি ওংব ছবি সহ ডকুমেন্ট তৈরিতে MS Word প্রচুর ব্যবহার হয় ।
  • যে কোন ধরনের লিখিত আবেদন গুলো MS Word এ লিখে সেগুলো প্রিন্ট করে জমা দেয়া হয় ।
  • বই বা ডকুমেন্ট লেখার জন্য এম এস ওয়ার্ড ব্যবহার করা হয়।
  • বায়ো ডাটা বা সিভি লেখার ক্ষেত্রে ওয়ার্ড প্রগ্রাম এর প্রয়োজন পড়ে।
  • আর্টিকেল লেখার জন্য এমএস ওয়ার্ড প্রয়োজন পড়ে ।
  • বায়োগ্রাফি তৈরিতে ব্যবহার হয় ।
  • লিফলেট বা ছোট ব্যনার তৈরিতে ওয়ার্ড প্রগ্রাম ব্যবহার হয় ।

Md Shariar Sarkar Staff replied 4 years ago

MS Word শুরু করতে পারেন আমাদের টিউটোরিয়াল গুলো দেখে এখান থেকে https://kivabe.com/microsoft-office-word/

Rakibul answered 3 years ago

Good


Your Answer

10 + 17 =

error: Content is protected !!