NGO কি?

wahed asked 6 years ago


1 Answers
Best Answer
Imran Hossain answered 6 years ago

সংক্ষেপে বলা হয় NGO, এর ফুল ফর্ম হচ্ছে, Non Governmental Organization । বেসরকারি সংস্থা । যা  এনজিও (NGO) হিসাবে পরিচিত, হলো এমন আন্তর্জাতিক সংস্থা বা প্রতিষ্ঠান যারা সাধারণত অলাভজনক ও স্বাধীনভাবে সরকার কর্তৃক সরাসরিভাবে সুনির্দিষ্ট নিয়ন্ত্রণের বাহিরে (যদিও এগুলোতে প্রায়শঃই সরকার কর্তৃক অর্থায়ন করা হয়)। মানবতার, শিক্ষা, স্বাস্থ্যসেবা, জনসাধারণের নীতি, সামাজিক, মানবাধিকার, পরিবেশগত এবং অন্যান্য ক্ষেত্রে সক্রিয়ভাবে তাদের লক্ষ্য অনুযায়ী পরিবর্তনে নিয়োজিত কাজ করে থাকে NGO গুলো ।  


Your Answer

8 + 20 =

error: Content is protected !!