NOC মানে কি ?
NOC এর মানে বলতে আসলে পূর্ণরুপ কি সেটা জানাই । এর দুটি কিংবা তার অধিক ও হতে পারে ।
1. NOC = network operations center
2. NOC = no objection certificate
আমাদের বাংলাদেশের ক্ষেত্রে ২য় টা ই বেশি ব্যবহার হয় ।
NOC পূর্ণরুপ no objection certificate বা অনাপত্তি পত্র ।
NOC কখন নেয় ?
সাধারনত এক প্রতিস্ঠান থেকে অন্য প্রতিষ্ঠান এ চাকরি করতে গেলে আগের প্রতিস্ঠানের কাছ থেকে NOC বা অনাপত্তি পত্র নিতে হয় । একই ভাবে দেশের বাইরে যেতে হলে কিছু কিছু ক্ষেত্রে NOC বা অনাপত্তি পত্র নিতে হয় ।