Real IP কি ? এর সুবিধা গুলো কি কি ?

প্রশ্ন উত্তরCategory: তথ্য-প্রযুক্তিReal IP কি ? এর সুবিধা গুলো কি কি ?
kanon asked 7 years ago

অনেক জায়গাতে দেখা যায় ইন্টারনেট রিয়াল আইপি সহ । এটা কন ধরনের আইপি এবং এর সুবিধা সমুহ কি কি ? 


1 Answers
Md Shariar Sarkar Staff answered 7 years ago

Real IP কি ?

আসলে আমরা যখন ইন্টারনের ব্যবহার করি তখন মাঝে মাঝে দেয়া যায় যে একই আই পি একাধিক ইউজার ব্যবহার করছি । তবে আপনার আই্ পি যদি রিয়াল আই পি হতো শুধু আপনিই ওই আইপি ব্যবহার করবেন। তাহলে বলা যায় যে ইউজার পরি ইউনিক আইপি গুলো ই Real IP.


রিয়াল আইপি র সুবিধা

অনেক ওয়েব সার্ভিস প্রভাইডার আইপি ট্র্যাক করে । ভিন্য ভিন্য আইপি থেকে লগইন করলে সেই সব ওয়েব সাইটগুলো আপনার আইডেনডিটি ডিটেলস চেয়ে বসতে পারে । আবার অনেক সময় ওয়বে সাইট সবার জন্য অফ করে কিছু নির্দষ্ট আইপি ইউজার দের জন্য খোলা রাখা হয় । বিশেষ করে সাইটের রানিং ওয়েব সাইটের অভ্যন্তরির important update গুলোর সময় । তথন রিয়াল আইপি থাকলে নিজের জন্য সাইটের সব ওপেন রেখে সবার জন্য Temporary Update পেজ দেখানো সহজ হয় ।

 

Your Answer

6 + 20 =

error: Content is protected !!