Traffic Jam এর অর্থ যানজট অর্থাৎ রাস্তায় যানবাহন চলাচল হয় খুব ধিরে এমন একটি অবস্থা।
traffic jam (ট্র্যাফিক জ্যাম) বা যানজট কেন হয়

traffic jam
অনেক গুলো কারনের জন্যই হতে পারে ট্র্যাফিক জ্যাম বা যানজট। যেমন
- রাস্তার কাজ চললে একমুখি যান চলাচল করে অনেক সময় এবং রাস্তা সরু হয় সেই সময়টাতে, ফলে Traffic Jam হয়।
- যে কোন ধরনের দুর্ঘটনা রাস্তায় হলে যেই সময়টায় ট্র্যাফিক জ্যাম বা যানজট হয়।
- রাস্তার ধারন ক্ষমতার চেয়ে বেশি যান চলাচল করলে খুব ধীর গতির ট্র্যাফিকের একটি লাইন অর্থাৎ ট্র্যাফিক জ্যাম বা যানজট হয়।