ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশ এর ক্যালেন্ডারে সেহরি ও ইফতারের সময়সূচীতে বরগুনার জন্য ৪,৪ মিনিট বৃদ্ধির কথা বলা হয়েছে। কিন্তু আপনাদের ক্যালেন্ডারে সেহরি ও ইফতারের সময়সূচীতে ০,৪ মিনিট কেনো ?
ধন্যবাদ বিষয়টি তুলে ধরার জন্য। আমরা ইসলামিক ফাউন্ডেশন এর ২০২১ সালের ঢাকার সাথে বিভিন্য জেলার সময়ের পার্থক্য অনুসারে ক্যালেন্ডার টি প্রস্তুত করেছি ।এটি পাবেন
@ https://kivabe.com/ramadan/islamicfoundation.php
আর ২০২২ সালের ঢাকার সাথে বিভিন্য জেলার সময়ের পার্থক্য ইসলামিক ফাউন্ডেশন এর ওয়েবসাইটে পেলাম না ।
যদি আপনার কাছে থাকে, দয়া করে আমাদের এই ফর্মে পাঠিয়ে দিন, মিলিয়ে দেখবো
@ https://kivabe.com/feedback-or-issue-form/
আর ইসলামিক ফাউন্ডেশন বরগুনা শাখার ক্যালেন্ডার টি ও হয়তো পেয়ে যাবো, সেটার সাথেও মিলিয়ে দেখবো ।
আর আমাদের পাশে থেকে বিষয় টি তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ।