গুগল অ্যাসিস্ট্যান্ট  ভয়েস কমান্ড গুলো কি কি ?

প্রশ্ন উত্তরCategory: মোবাইল ফোনগুগল অ্যাসিস্ট্যান্ট  ভয়েস কমান্ড গুলো কি কি ?
Hasan asked 2 years ago

গুগল অ্যাসিস্ট্যান্ট  ভয়েস কমান্ড গুলো জানতে চাই 


1 Answers
Md Shariar Sarkar Staff answered 2 years ago

গুগল অ্যাসিস্ট্যান্ট এর ভয়েস কমান্ড গুলো নিচে দেয়া হলো


  • Good Evening -> সে ও উত্তার দিবে এবং অডিও খবর আপনার সামতে নিয়ে আসবে যেখানে BBC News ও Bloomberg News এর পাশাপাশি আরো কিছু নিউজ থাকে ।
  • Hey Google, Tell me a joke -> কৌতুক পড়ে শুনাবে ।
  • Hey Google,  Sing a song ->  গান গেয়ে শোনাবে
  • Hey Google, My Current Location, -> Google Map এ আপনার বর্তমান অবস্থান জানাবে
  • Hey Google, Navigate to Dhaka ->  আপবার কারেন্ট লোকেশন থেকে ঢাকার রাস্তা দেখাবে গুগল ম্যাপ এ ।
  • Navigate to Home -> ম্যাপে আপনার হোম লোকেশন সেট কার থাকলে সে পথে নেভিগেট করবে ।
  • Call to my Mom -> আপনার মা কে সে কল করবে সেলুলার ফোনের নেটওয়ার্ড ব্যবহার করে ।
  • Call to my Mom in Whatsapp -> Whatsapp এ আপনার মা কে সে কল করবে ।
  • Set a reminder tomorrow at 3.30 pm -> আগামী কাল বিকেল ৩:৩০ এর জন্য একটি রিমাইন্ডার সেট করতে চাইবে এবং আপনার কাছে জানতে চাইবে কি রিমাইন্ড করতে হবে ।
  • Set a timar for 20 munites -> 20 মিনিটের জন্য টাইমার সেট হবে ।
  • Send a text message to Shariar -> যদি Shariar নামে আপনার ফোনে কন্টাক সেভ থাকে, সেই নাম্বারে টেক্ট মেছেজ পাঠানোর জন্য আপনার কাছে জানতে চাইবে কি মেসেজ পাঠাবেন ।
  • Opne Yoututbe –> Youtube Open করে দেবে । অথবা অন্য যে কোন অ্যাপ এর নাম বললে সেই অ্যাপ টি ওপেন করে দেবে ।
  • Play Amar sonar bangla in youtube -> ইউটিউবে প্লে হবে আমার সোনার বাংলা
  • increase / decrease brightness –> ফোনের ব্রাইটনেস কম বা বেশি করবে ।
  • increase / decrease volium -> ফোনের ভলিউম কম বা বেশি করবে ।
  • Turn on/off Flashlight -> ফোনের ফ্যাসলাইন অন বা অফ করবে ।

আরো অনেক কিছু 🙂
গুগল অ্যাসিস্ট্যান্ট এর বিস্তারিত
https://kivabe.com/?p=21855
 
 

Your Answer

11 + 8 =

error: Content is protected !!