Yahoo ইমেইল একাউন্ট খোলার নিয়ম
বর্তমান যুগ তথ্য প্রযুক্তির যুগ। সময়ের পরিবর্তনে তথ্য প্রযুক্তি ক্ষাতে ব্যাপক পরিবর্তন এসেছে। যদি আপনার কাছে থাকে ইন্টারনেট সংযোগ তবে আপনি মুহূর্তের মধ্যে তথ্য বা ডকুমেন্ট পৃথিবীর যেকোন দেশে যেকোন প্রান্তে পাঠাতে পারেন। বর্তমানে ইন্টারনেটের ফলে ডাক ব্যবস্থা মানুষের ঘরে বা পকেটে বয়ে বেড়াতে পারবেন। ইন্টারনেটের ফলশ্রুতিতে এখন সবই সম্ভব হয়েছে।
বর্তমানে যোগাযোগের অন্যতম মাধ্যম Email যার পূর্ণ নাম ইলেকট্রনিক মেইল। যার মাধ্যমে আমরা যেকোন তথ্য অথবা ডকুমেন্ট দেশের এক প্রান্তে থেকে দেশের আরেক প্রান্তে কিংবা বিদেশে পাঠাতে পারি। ইমেইলে এই ধরনের সুবিধা সৃষ্টির ফলে বর্তমানে আমরা কম সময়ে তথ্য আদান প্রদান করতে পারি। এর আগে আমরা দেখিয়েছি কিভাবে জিমাইল একাউন্ট খুলতে হয়, আর আজ দেখে নেওয়া যাক কিভাবে আমরা Yahoo Email Account খুলবো। ইয়াহু ইমেইল অ্যাকাউন্ট খোলার জন্য আমাদেরকে কিছু তথ্য সাথে রাখতে হবে, যা ইমেইল অ্যাকাউন্ট খোলার প্রয়োজনে ব্যাবহার করতে হবে। যেমন একটি চলমান মোবাইল নাম্বার, আপনার জন্ম তারিখ, ঠিকানা ইত্যাদি।
নতুন ইমেইল একাউন্ট খোলা
যেকোন একটি ওয়েব ব্রাউজার ওপেন করে তার অ্যাড্রেস বারে গিয়ে ymail লিখে Ctrl+ Enter চাপুন অথবা www.ymail.com লিখে Enter চাপুন। দেখবেন নিচের মতো একটি পেজ আসতে পারে ।
এ্টি আসলে ইয়াহুতে লগইন করবার একটি পেজ । আপনার একাউন্ট হয়ে গেলে এই পেজটিতে পরবর্তিতে এসে আপনার ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে লগইন করবেন । তো যাই হক, যেহেতু নতুন একটি একাউন্ট করতে হবে, তাই Sing Up বাটলে ক্লিক করুন । উপরের ছবিটিতে দেখানো হয়েছে । এরপর দেখবেন নিচের মতো আর ও একটি ডায়লগ পেজ আসবে ।
ছবিটির মার্ক করা অংশে First Name এবং Last Name দিতে হবে।পরের স্টেপ লক্ষ করুন। এর ঠিক নিচেই Email Address নামে একটি পার্ট আছে যেখানে আপনি যে ইমেইল আই ডি খুলতে চাচ্ছেন সেটি বসাতে হবে । তবে মোবাইল নাম্বার যেমন আপনি চাইলেই আপনার পছন্দ মতো নিতে পারেন না, সে নাম্বার টি ফাকা থাকলে তখন নেয়া যায় তেমনি ইমেইল আই ডি ও । আপনি যেই আইডি করতে চা্চ্ছেন সেটি যদি ফ্রি থাকে মানে আর কেউ ইউজ করে না থাকে তো আপনি সেটি নেবার সুজগ পাবেন ।
Email Address এর পরের ঘরটি হলো পাসওয়ার্ড এর । এখানে একটি শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুন । আমরা এর আগে শক্তিশালী পাসওয়ার্ড তৈরি করার টিপস নিয়ে একটি পোষ্ট দিয়েছিলাম, প্রয়োজনে দেখে নিতে পারেন ।
এরপর আপনার দেন নির্বাচন করে মোবাইল নাম্বার দিয়ে তার ঠিক নিচে আপনার জন্ম তারিখ দিন । সবশেষে আপনার Gender নির্বাচন করে Continue বাটলে ক্লিক করুন । সবকিছু ঠিকঠাক থাকলে দেখবেন আপনার Yahoo ইমেইল একাউন্ট খোলা হয়ে গেছে । এবং একটু পর আপনার ইয়াহু ইমেইল এর ইনবক্স খুলে যাবে ।
Thank you
You are welcome 🙂
হাই আমি ফিশান সবাই কেমন আছেন ভাই
জি ফিশান ভাই, আমরাও সবায় ভালো আছি, ধন্যবাদ 🙂
আমি সত্যিই জীবনে অনেক বড় ভুল করেছি আমার নাম ফিশান
আসসালামুআলাইকুম, বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন, আশা করি ভালোই আছেন। আর ভালোথাকারী কথা, কীভাবে ডট কম এর সাথে থাকলে সবাই ভালোই থাকে। আমি মোঃ ফিশান রাব্বি, Md.Fishan Rabbi. ঢাকা বাংলাদেশ রাজশাহী বিভাগ। নওগাঁ জেলা, গ্রাম বড়সিবপুর নেংগাপীরহাট সরকারী প্রাথমিক বিদ্যাল। আমি পড়া শোনা করেছিলাম।