রসুনের চপ বানানোর রেসিপি
আমরা সবাই জানি, রসুন ( Garlic ) খুব উপকারি একটি খাদ্য উপকরন । রসুনের উপকারিতা নিয়ে অনেকেই আলোচনা করেছেন । আর আজ আমি নিয়ে এসেছি সেই উপকারি রসুনের চপ বানানোর রেসিপি নিয়ে । বাজারের কেনা রসুন চপ হয়তো অনেকেই খেয়েছেন, চলুন আজ বাড়িতেই তৈরি করি 🙂
রসুনের চপ এর প্রয়োজনীয় উপকরন
- গোটা গোটা দেশী রসুন
- বুটের বেসন
- গুরা মরিচ, হলুদ, লবন পরিমান মতো
- গরম মসলা গুরা পরিমান মতো
- খাবার সোডা এক চিমটি পরিমান
- জিরা বাটা ( ঐচ্ছিক )
রসুন চপ প্রস্তুত প্রণালী
প্রথমে যে রসুন গুলো চপ বানাবেন, তার উপরের ময়লা আবরন টি ছড়িয়ে নিন । নিচে উপরের চামড়া ছড়ানো রসুনের ছবি দেয়া হল
এবার বাছাই করা রসুন গুলো সামান্য হলুদ, স্বাদ মতো লবন ও প্রয়োজন মতো গুরা মরিচ দিয়ে সেদ্ধ করে নিন । আপনি চাইরে প্রেসার কুকারেও করতে পারেন, সময় কিছুটা কম লাগবে । তবে দেখবেন যেন বেশি সেদ্ধ না হয়, তা না হলে রসুন কোয়া খুলে আসতে পরে । সেদ্ধ করার পর অনেকটা নিচের মতো দেখাবে
অপর দিকে পরিমান মতো বেসন নিয়ে তাতে একে একে গুরা মরিচ, লবন, গরম মসলা গুরা, জিরা বাটা ও খাবার সোডা দিয়ে তাতে প্রয়োজন মতো পানি দিয়ে ঘন মিশ্রন তৈরি করে নিন । এর আগে আমরা বেগুনি বানানোর রেসিপি নিয়ে আলোচনা করেছিলাম। রসুন চপ এর জন্য বেসন মিশ্রন অতটা পাতলা করা যাবেনা ।
এবার কড়াই কিংবা ফ্রাই প্যানে তেল দিয়ে মাঝাড়ি আচে গরম করুন । ফ্রাই প্যানের চেয়ে লোহার কড়াই ভালো হবে, কারন রসুন ডুবো তেলে ভাজতে হবে । তো এবার ঘন বেসন মিশ্রনে একটি একটি করে গোটা রসুন ডুবিয়ে তেলে ছেড়ে দিন ।
এবার তেলে ছাড়া রসুন গুলো মচমচে হওয়া পর্যন্ত ভাজতে থাকুন । ভাজার পর রসুন চপ গুলো টিস্যু পেপারে কিংবা সাদা কাগজে উঠিয়ে নিন । তাতে করে বাড়তি তেল গুলো চুষে নিবে ।
এবার পরিবেশন করুন যেকোন সালাদ কিংবা সস এর সাথে সদ্য ভাজা মজাদার রসুন চপ । অথবা চাইলে ইফতারির টেবিলেও পরিবেশন করতে পারেন । আজ এই পর্যন্তই, আবার আসবো নতুন কন রেসিপি নিয়ে ।