ইংরেজী টাইপ করার নিয়ম এবং লিখার গতি বাড়ানোর নিয়ম
কিবোর্ড দেখে দেখে আমরা অনেকেই বাংলা বা ইংরেজী লিখতে পারি । কিন্তু কিবোর্ড না দেখে লেখাটাও জরুরী যা আপনার কাজের গতি বাড়িয়ে দেবে অনেক খানি । চলুন আজ আমরা জানবো কিভাবে ইংরেজী টাইপ এর গতি বাড়ানো যায় । আসলে তারও আগে জানা দরকার কিবোর্ডে হাত কিভাবে বসাতে হয । আমি অনেক মানুষ কেই দেখেছি, এক কিংবা দুই আঙ্গুল ব্যবহার করে লেখেন । আসলে কম্পিউটারে লেখার গতি বাড়াতে আপনাকে হাতের ১০ টি আঙ্গুল-ই ব্যবহার করতে হবে ।
এর আগে আমরা কিবোর্ড পরিচিত-র একটি আর্টিকেল লিখেছি যেখানে আলোচনা করেছি কিবোর্ডের বিভিন্ন অংশ গুলো । কম্পিউটার কিবোর্ড এ হাত বসাতে গেলে কিছু নিয়ম মেনে শুরু করতে হয় । যেমন কিবোর্ডে বাম হাত বসে A S D এবং F এই কয়টি বর্ণের উপর আর ডান হাত বসে J K L এবং ; এর উপরে । আর প্রয়োজনে আঙুল গুলো ওঠা নামা করে কিবোর্ডের অন্য বাটনগুলোর উপর ।
যেমন ধরুন , বাম হাতের তর্জনী (Index Finger ) দিয়ে R F V T G এবং B এই ৬টি বর্ণ নিয়ন্ত্রন করা হয় । বাম হাতের মধ্যমা ( Middle Finger ) নিয়ন্ত্রন করা হয় E D এবং C কে । অনামিকা ( Ring Finger) দিয়ে নিয়ন্ত্রন করা হয় W S এবং X কে । একি রকম ভাবে কনিষ্ট আঙ্গুল ( Little Finger কাজ করে Tab, Caps Lock, Shift, Q, A এবং Z কে নিয়ে । ঠিক তেমনি ডান হাতের আঙ্গুল গুলোর জন্য আছে এই করম কি বরাদ্য । নিচের ছবিটি দেখুন, আশা করি অনেকটা ক্লিয়ার হবেন ।
অনেকেই টাইপ শিখবার জন্য টাইপ শেখার বেশ কিছু সফ্টওয়ার ব্যবহার করে ।
ইংরেজী টাইপ শেখার Software
দ্রুত টাইপিং এর জন্য বেশ কিছু software পাওয়া যায় যার মধ্যে কিছু আছে পেইড আবার কিছু ফ্রি । আমি আপনাদের ফ্রি সাফ্টওয়ার টির সাথেই পরিচয় করিয়ে দেবো । আমি নিজেই ব্যবহার করেছি এটি এবং আমার ভালো লাগে । এটির নাম Bruce’s Unusual Typing Wizard এবং এটি নামিয়ে নিন ইংরেজি টাইপ টিউটোর
এটি ছাড়াও আরো বেশ কিছু Typing Software আছে। আপনারা চাইলে সেগুলোও ব্যবহার করতে পারেন ।
তো চলুন দেখি যে Bruce’s Unusual Typing Wizard টি কেমন করে ব্যবহার করবেন নিজের লেখার গতি বাড়ানোর জন্য ।
Bruce’s Unusual Typing Wizard প্রোগ্রামটি রান করার পর Typing Lessons এ ক্লিক করুন । প্রথম বার আপনার নাম চেয়ে বসতে পারে, দিয়ে দিন ।
এবার Begin এ ক্লিক করার পর আবার ও Begin এ ক্লিক করুন । দেখবেন একটু পর আপনার সামনে নিচের মতো একটি উইনডো খুলে গেছে ।
উপরের বক্সএ দেখুন কিছু ইংরেজি বর্ণ লেখা আছে আর তার ঠিক নিচে কারসর লাফাচ্ছে । আর নিচের কিবোর্ডের ঘরটিতে কোন কি টি চাপতে হবে সেটি সবুজ করা আছে । উপরের ছবি অনুযায়ী এখন s চাপা লাগবে । এখাবে প্রায় ১৩টি লেসন আছে । একটি শেষ হলে অন্যটি চলে আসবে । প্রথমদিকে , প্রথমদিকের লেসন গুলোই প্র্যাকটিস করুন । এটি প্র্যাকটিস করতে থাকুন, আস্তে আস্তে সবগুলো কি তে-ই আপনার হাত চলে যাবে ।
ক্লোজ করবো কিভাবে:
প্রোগ্রামটির ক্লোজ বাটনে ক্লিক করলে অনেক সময় ক্লোজ হয়না , সেক্ষেত্রে কিবোর্ড এর Esc তে চাপুন । তো আর দেরি কোন ? আজই শুরু করুন আর ধিরে ধিরে আপনিও শিখে ফেলুন কিবোর্ড না দেখে লিখা 🙂
Thanks a lot to share this nice tutorial based on typing. I really got helped
ধন্যবাদ ভাই, যে টাইপ টিউটোর টি সাজেস্ট করেছেন, অনেক ভালো লাগছে । কিছুটা হাত ও বসেছে কিবোর্ড এ 🙂
ভাই, সফ্টওয়ার ডাউনলোড দিতে কিসের নাম পাসওয়ার্ড চাইতেছে, কি দিব এখানে?
সফটওয়ার টির ডেভেলপার রা তাদের সাইট টি লক করে দিয়েছে মনে হচ্ছে । তবে এর পরিবর্তে একই সফটওয়ার নামিয়ে নিএ পারেন https://download.cnet.com/Bruce-s-Unusual-Typing-Wizard/3000-2051_4-10219467.html এখান থেকে
good