গুগল থেকে সার্চ History ডিলেট করবো কিভাবে
আমরা প্রতিদিন কম্পিউটার বা মোবাইলে যা কিছু সার্চ করে থাকি, তা মনে রাখে ডিভাইসটি। ফলে আমরা পরবর্তিতে আমাদের ইন্টারেস্ট ভিত্তিক ফলাফল গুলো পাই । তবে অনেকেই আবার এই ফিচার টি পছন্দ করেন না বা করলেও সার্চ History ডিলেট করতে চান । তাদের জন্যই আজকের আলোচনা।
আমরা প্রতিনিয়ত ব্রাউজারে যা কিছু সার্চ করি, তার সব টুকু গুগলে জমা থাকে যদি আমরা আমাদের গুগল একাউন্ট এ লগইন করে থাকি সেই ব্রাউজার এ। এবং যদি আমাদের ডিফল্ট সার্চ ইন্জিন হয় গুগল সার্চ ইন্জিন । আর আসলে লগইন করে থাকতে হয় বিভিন্য প্রয়োজনে।
গুগলে সার্চ সম্পর্কে তেমন ধারনা না থাকলে দেখে নিতে পারেন গুগলে সার্চ করবো কিভাবে ।
গুগল সার্চ History ডিলেট
যেহেতু গুগল ই বেশি ব্যবহার করি আমরা, চলুন দেখে দেয়া যাক গুগল থেকে সার্চ History ডিলেট করবো কিভাবে। আমরা মোবাইল ও কম্পিউটার, দুটার ক্ষেত্রেই দেখবো সার্চ হিস্ট্রি ডিলিট এর পদ্ধতি ।
মোবাইল ফোনে সার্চ হিস্ট্রি ডিলিট
শুরুতেই দেখি কিভাবে মোবাইল ফোনে (অ্যান্ড্রয়েড) গুগল সার্চ হিস্ট্রি ডিলিট করা যায় ।এন্ড্রয়েড ফোনের যে গুগল অ্যাপটি আছে, সেটি ওপেন করে নিন এবং ডানপাশে আপনার ছবি/নামের আদ্য অক্ষর এ ক্লিক করুন ।
এবার অনেকগুলো অপশন পাবেন, সেখান থেকে Search History সিলেক্ট করুন ।
এবার নিচের দিকে স্ক্রল করলে পেয়ে যাবেন আগের সব সার্চ করা হিস্ট্রি যদি সেগুলো ডিলিট না করা হয় । এবার সেখান থেকে বেছে বেছে আপনি ডিলিট করতে পারেন ।
আর সবগুলো ডিলিট করতে চাইলে উপরের ছবির Delete বাটনে চাপুন । সেখানে বেশ কিছু অপশন পাবেন , আপনার প্রয়োজন মতো সিদ্ধান্ত নিন ।
মোবাইল ব্রাউজার এ সার্চ হিস্ট্রি ডিলিট
আপনার ফোনে গুগল ক্রোম অথবা যে ব্রাউজার টি আপনি ব্যবহার করেন, সেটি চালু করুন । এবার কিছু একটা লিখে সার্চ করুন ।
তারপর বামপাশের মার্ক করা অংশে ক্লিক করুন । বেশ কিছু মেনু আসবে ।
সেখান থেকে Search history তে চাপুন । পেয়ে যাবেন Google Search History.
এবার এখান থেকে আপনার সার্চ হিসট্রি সবগুলো দেখতে পাবেন । এক এক করে আপনি আপনার সার্চ হিস্ট্রি গুলোও এখান থেকে ডিলিট করতে পারবেন । আপনি যদি চান, যে আপনার গুগল সার্চ হিস্ট্রি গুলো অটো ডিলিট হয়ে যাক, Auto-delete অন করে নিন।
কম্পিউটার এ গুগল থেকে সার্চ History ডিলেট
মোবাইল ফোনের ব্রাউজার এর মতোই অনেকটা যা নিয়ে ধারনা পেয়েছেন উপরের অংশে । https://www.google.com/ এ গিয়ে নিচের দিকে ডানপাশে পাবেন Settings. নিচের ছবিতে দেখুন
এবার সার্চ সেটিংস এর বেশ কিছু অপশন পাবেন ।
এবার পেয়ে যাবেন নিচের মতো , নিচের দিকে স্ক্রল করলে পেয়ে যাবেন আগের সব সার্চ করা হিস্ট্রি যদি সেগুলো ডিলিট না করা হয় । এবার সেখান থেকে বেছে বেছে আপনি ডিলিট করতে পারেন ।
আর ডিলিট করার জন্য delete বাটনে ক্লিক করুন এবং আপনান সিদ্ধান্ত গ্রহণ করুন ।