বড় ওয়েব লিংক ছোট করবো কিভাবে
অনেক সময় SMS এ ওয়েব লিংক পাঠাতে হয় আবার বড় ওয়েব এড্রেস মনে রাখাও কষ্টকর । কিংবা আপনি চাচ্ছেন আপনার শেয়ার করা লিংকটি কতজন ভিজিট করল তা দেখতে । এই ক্ষেত্রে গুগলের লিংক ছোট করার সার্ভিসটি হতে পারে আপনার একান্ত সহায়ক । এবং কাজটি একেবারেই সহজ কিছু 🙂 চলুন দেখে নেয়া যাক ।
ওয়েব এড্রেস ছোট করা লিংক
বড় ওয়েব এড্রেস কে ছোট করার জন্য প্রথমে http://goo.gl যান, Google URL Shortener ওয়েব পেজ টি আসবে । সাইন ইন করা না থাকলে ডান পাশে উপরের কোনা থেকে গুগল একাউন্ট ( জিমেইল একাউন্ট) দিয়ে সাইন ইন করুন, তাহলে বেশ কিছু সুবিধা পাবেন যেমন: আপনি রোবোট কিনা সেটা চেক করতে হবেনা, আপনি আপনার Short link এর ভিজিটর দেখতে পাবেন ।
তো উপরের দেয়া লিংক এ গেলে আপনি Paste your long URL here : নামে একটি বক্স পা্বেন, সেখানে আপনার বড লিংকটি পেষ্ট করুন এবং তার পাশেই Shorten URL নামের নিল বাটনে ক্লিক করুন । আমার ক্ষেত্রে বড় লিংকটি https://kivabe.com/%E0%A6%9A%E0%A6%BF%E0%A6%95%E0%A6%BF%E0%A7%8E%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%9C%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%AF-%E0%A6%AD%E0%A7%87%E0%A6%B2%E0%A7%8B%E0%A6%B0-%E0%A6%95%E0%A6%BF%E0%A6%AD%E0%A6%BE/ এবং এটি Paste your long URL here : নামে বক্সটিতে পেষ্ট করে তার পাশেই Shorten URL নামের নিল বাটনে ক্লিক করেছি । এর বড় লিংকটির ছোট্ট লিংকটি নিচে এসেছে যা goo.gl/bqojj0 (নিচে ২য় লাল বক্সের মধ্যে ) ।
এবার উপরের ছবির মতো এলে ২য় লাল দাগ দেয়া বক্সের বাম পাশের চেক বক্সে ক্লিক করুন, দেখবেন, ডান পাশে আপনার সদ্য শর্ট করা লিংকটি কপি করার অপশন এসেছে । এবার সেই লিংকটি কপি করে আপনি যেখানে খুশি শেয়ার করুন । এই লিংকটি আগের লিংক থেকে অনেক ছোট এবং যখন কেউ এই লিংকটি ভিজিট করবে তখন সে আসলে রিডাইরেক্ট হয়ে আগের বড় লিংকটি তে যাবে ।
কি মনে হচ্ছে যে এই বার এই ছোট্ট লিংকটি মনে রাখা যাবে ? 🙂 হম , চাইলে আপনি SMS ও করতে পারেন, মোটেই কয়েকটি অক্ষর যা সহজেই লিখতেও পারবেন এবং আপনার SMS Character বাচাবে । ভালো থাকবেন সবায় সেই কামনা রইল
খুব দরকারি একটা বিষয় শিখলাম।
Very good