রাশিচক্র কি ? এর সম্পর্কে বিস্তারিত জানতে চাই ।

প্রশ্ন উত্তরCategory: সাধারণরাশিচক্র কি ? এর সম্পর্কে বিস্তারিত জানতে চাই ।
Jafor asked 6 years ago

সূর্যের রাশিচক্র কি ? এবং রাশিচক্র 


1 Answers
Imran Hossain answered 6 years ago

নক্ষত্রের প্রত্যেকটাকে বলা হয় রাশি (Sign) । সূর্যকে পৃথিবী থেকে দেখলে মনে হয়, সূর্যেও চলছে আর ঘুরতে ঘুরতে পরপর কতকগুলো নক্ষত্ত্রের মধ্যে দিয়ে যাচ্ছে । দিনের বেলা সূর্যের দিকে তাকানোও যায় না ও দিনের বেলার কোন নক্ষত্র কে দেখা যায় না । তাই সূর্য কার কার মধ্যে দিয়ে যায় , সেটি চোখে দেখা যায় না । হিসাবে করে জেনে নিতে হয় সূর্য কার কার মধ্যে দিয়ে যায় ।
প্রতি বাংলা মাসে সূর্য একটি নক্ষত্র রাজ্যের সামনে দিয়ে চলে যায় । এই ভাবে বারো মাস বা এক বছর বারোটা নক্ষত্র মধ্যে দিয়ে যায় বলে ধারন করা যায় । সূর্য যতখনে একটি রাশির মধ্যে যেতে থাকে, ততখনে একটা মাস হতে থাকে ।
রাশিচক্র
এক কথায় পর পর সাজানো বারোটা রাশিকে একসঙ্গে বলা হয়, রাশিচক্র ।  এই রাশি চক্র বা বিশেষ রাশির নাম গুলো হচ্ছে, মেঘ, বৃষ, মিথুন, কর্কট, বৃশিচক, সিংগ, কন্যা, তুলা , ধনু , মকর, কুত্ন এবং মীন  বলে । সূর্য বৈশাখ মাসে মেঘ রাশিতে থাকে । এভাবেই সূর্য ঘুরা ঘুরি করে থাকে ।


Your Answer

17 + 9 =

error: Content is protected !!