এক্সেল কলাম হেডিং সমস্যা সমাধান

এক্সেল কলাম হেডিং অনেক সময় A B C এর পরিবর্তে 1 2 3 হয়ে যায় । এটা  আসলে সমস্যা বললে ভুল হবে । একটা অপশন চালু করলে কলাম হেডিং গুলো লেটার এর পরিবর্তে নাম্বার হয়ে যায় । তো চলুন সেটি কিবাবে হয় এবং হয়ে থাকলে আবার স্বাভাবিক করা যায় কিভাবে দেখে নেই ।


শুরুতে File Menu তে ক্লিক করুন এক্সেল এ । নিচের ছবিতে দেখুন …

File Menu of Excel

File Menu of Excel

এবার বামে বেশ কিছু অপশন দেখতে পাবেন । সেখান থেকে Options এ যান । নিচের ছবিতে দেখুন ।

Excel options

Excel options

Options এ ক্লিক করার পর Excel options ডায়ালগ বক্স আসবে । এবার বাম পাশ থেকে Formulas এ ক্লিক করুন ।

Formulas

Formulas

এবার Working With formula section থেকে R1C! Reference Style টিক দিলে এক্সেল কলাম হেডিং গুলো বর্ণ অর্থাৎ A  B C না থেকে নাম্বার হয়ে যাবে ।

আবার ঠিক একই জায়গা থেকে টিক উঠিয়ে দিয়ে সাভাবিক হয়ে যাবে ।

তো এই ছিলো এক্সেল কলাম হেডিং সমস্যা সমাধান। ভালো থাকবেন সবায়, ধন্যবাদ 🙂

You may also like...

3 Responses

  1. Tapos Das says:

    Thanks a lot for your service.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!