ব্যান্ডউইথ কি?
ব্যান্ডউইথ হল ইন্টারনেটে তথ্য আদান প্রদান এর লিমিট এবং ওয়েব সাইট গুলোর ক্ষেত্রে এই লিমিট গুলো মাস ভিত্তিক হয় । যেমন ধরুন কোন সার্ভার এর মাসিক ব্যান্ডউইথ হতে পারে 10 GB, তাহলে সেই সাভার সারা মাস জুড়ে 10 GB তথ্য সার্ভ করতে পারবে ।
ব্যান্ডউইথ এর ধারনা টা এ রকম
ধরুন আপনার ওয়েব সার্ভার এ একটি 10 MB Video File আছে, এবার আপনার সাইট থেকে যখন ঐ ফাইল টি লোড হবে, তখন আপনার সার্ভার থেকে 10 MB Data বের হবে, এখাবে ১০০ বা লোড হলে হলে 10×100 == 1000 MB data বের হবে ।
এবার উপরের উদাহরন অনুসারে সেই সার্ভার এর Monthly Bandwidth যদি 10 GB হয়, তাহলে 10 MB Video File টি মাসে ( 10 GB = 1024 x 10 MB) 1024 বার ডাউনলোড করা যাবে ।
আবার আপনার ওয়েব পেজ, যেটি ওয়েব ব্রাউজার এ লোড হবে, যদি ভিডিও ও অন্যান্য ফাইল সহ 15MB হয়, তাহলে
1024 x 10 / 15 === 682 বার লোড হবে ।
আশা করি ধারনা টা ক্লিয়ার হয়েছে ।