pdf

Rakibul Islam asked 4 years ago

Pdf অর্থ কী? কাকে বলে?


1 Answers
Md Shariar Sarkar Staff answered 4 years ago

PDF একটি ফাইল ফরম্যাট এবং যার পুর্ণ রুপ হচ্ছে  Portable Document File
1993 সালে Adove কম্পানি PDF ফাইল ফরম্যাট টি তৈরি করেন । PDF ফাইল গুলোর সুবিধা হলো এতে রাখা ফরম্যাটেড টেক্সট কিংবা ছবি গুলো পড়ার বা দেখার জন্য আলাদা আলাদ সফটওয়ার বা হার্ড ওয়ার এর দরকার পড়েনা ।
ধারনা টা এর একটি ক্লিয়ার করা যায় এভাবে,
MS Word প্রগ্রামে আপনি একটি ফাইল এর বিভিন্য টেক্সট গুলো বিভিন্য ভাবে ফরম্যাট করলেন বা সাজালেন । এবার আপনি যাকে ফাইল টি পাঠাবেন, তার কাছে যদি পুরোনো MS Office Versionn থাকে, সেক্ষেত্রে তিনি ঐ ফাইলটিন অনেক ফরম্যাটিং ই পাবেন না ।
আবার ফন্ট ডিপেন্ডেনসি যদি থাকে, তাহলে সেটিও ইন্সটল থাকতে হবে যেখানে ফাইল টি ওপেন হবে ।
কিন্তু যদি আপনি পিডিএফ করে ফাইল টি পাঠান, এ সব নিয়ে ভাবতে হবেনা । যাকে পাঠাচ্ছেন, তিনি সব ই দেখতে এবং প্রয়োজনে প্রিন্ট করে নিতে পারবেন ।


Your Answer

19 + 19 =

error: Content is protected !!