কখন শাট ডাউন কখন স্লিপ?

প্রশ্ন উত্তরCategory: কম্পিউটারকখন শাট ডাউন কখন স্লিপ?
MD Jihad asked 4 years ago

উইন্ডোজ ব্যবহারের ক্ষেত্রে কখন পিসিটি Shutdown, আবার কখন Sleep মোড করা উচিত?


1 Answers
Md Shariar Sarkar Staff answered 4 years ago

দুটোর ব্যবহার আলাদা,  Shut down করলে কম্পিউটার সম্পুর্ন রুপে বন্ধ হয়ে যায়।  আর Sleep মোড ব্যবহার করলে কম্পিউটার বন্ধ হলেও ঠিক বন্ধ হয়না কারন কম্পিউটার তার রানিং সব এপ্লিকেশন ঘুমন্ত অবস্থায় থাকে এবং যখন কম্পিউটার চালু করা হয়, সেই সব এপ্লিকেশন সহ ঠিক সেই অবস্থায় আবার ওপেন হয় ।


তো সাধারনত ল্যাপটপ পিসিতে Sleep মোড ব্যবহার করা হয় মাঝে মাঝে যদি সময় কম থাকে এবং কম্পিউটার ওপেন করার সময় যদি সব ঠিক আগের মতোই দেখতে চান ।

এবার আপনার প্রশ্ন হলো

কখন পিসিটি Shutdown, আবার কখন Sleep মোড করা উচিত?

কম্পিউটার সাট ডাউন করলেই ভালো কারন কম্পিউটার এ ক্ষেত্রে চাপ মুক্ত থাকে এবং এর ভেতরে বিদ্যুৎ সংযোগ টি ও বন্ধ থাকে। তার যখন ওপেন করা হয়, তখন একটি ফ্রেস স্টার্টআপ সহ ওপেন হয় ।

অপর দিকে সময় এর কথা চিন্তা করলে কিংবা যদি এমন হয় যে আপনি একটি ভারি কাজ করছেন এবং কাজের মাঝ পর্যায় এ  কিছুক্ষনের জন্য আপনার পিসি বন্ধ রাখা দরকার, সেক্ষেত্রে  আপনি স্লিপ মুড ব্যবহার করতে পারেন ।

Your Answer

14 + 5 =

error: Content is protected !!