সার্বিক সেট(Universal set):
আলোচনাধীন সকল সেট যে সেট এর উপসেট তাকে সার্বিক সেট বলে। সার্বিক সেট কে U দ্বারা প্রকাশ করা হয়।
উদাহরণস্বরূপঃ U= {1,2,3…… 10}
A={5,6,10}
B={2,7,9}
C={1,3,4,8}
এখানে A,B,C সেট এর সবগুলো উপাদান সেট U এর উপাদানের অন্তর্ভুক্ত। U সেটকে সার্বিক সেট বলা হয়।
উপসেট (Subset)ঃ যদি কোনো সেট এর উপাদানগুলো অন্য কোনো নির্দিষ্ট সেট এর উপাদান হয় তাহলে প্রথমোক্ত সেটকে শেষোক্ত সেট এর উপসেট বলে।
যেমনঃ একটি সেট A={1,2,3,4} অপর একটি সেট
B={1,2}। B সেটকে A সেট এর উপসেট বলা হয়।