জবা ফুল হল মালভেসি গোত্রের অন্তর্গত একটি চিরসবুজ পুষ্পধারী গুল্ম জাতীয় বৃক্ষ। যার উৎপত্তি পূর্ব এশিয়াতে। এর ইংরেজী নাম China rose. এবং জবা ফুল এর বৈজ্ঞানিক নাম Hibiscus rosa-sinensis.
জবা ফুলকে বলা হয় আর্দশ ফুল। আর্দশ ফুলের মোট পাঁচটি অংশ বা স্তবক থাকে:
- পুষ্পাক্ষ
- বৃতি
- দল বা পাপড়ি
- পুংকেশর ও
- গর্ভকেশর
জবা ফুলের এই পাচঁটি অংশ আছে সাথে আরও কিছু বাড়তি অংশ আছে। যেমন: বৃতাংশ, পুষ্পাক্ষ, পুষ্প বৃন্ত।