ব্লাক ফাংগাস কী? এ রোগে আক্রান্তদের লক্ষণ কি কি?

প্রশ্ন উত্তরCategory: জীব বিজ্ঞানব্লাক ফাংগাস কী? এ রোগে আক্রান্তদের লক্ষণ কি কি?
Ziaur asked 4 years ago

ব্লাক ফাংগাস কী? এ রোগে আক্রান্তদের লক্ষণ কি কি? এ রোগের প্রতিরোধের উপায় কী?


1 Answers
Ziaur answered 3 years ago

ব্লাক ফাংগাস কী

মিউকরমাইকোসিস বা ব্লাক ফাংগাস বলতে বিশেষ ধরনের আনুবিক্ষনীক ছত্রাকের সংক্রমনজনিত বিভিন্ন রোগকে বোঝায়। এই ছত্রাক মানুষের শরীরে শ্বাসনালি ও নাকের মধ্য দিয়ে , খাবারের সঙ্গে বা ত্বকের কোন ক্ষত বা প্রদাহের মধ্য দিয়ে প্রবেশ করে থাকে। আক্রান্ত অংশ আর নাকের শ্লেষ্মা, কফ, চামড়া ও চোখ কালো রং ধারণ করে বলে একে কালো ছত্রাক নামে ডাকা হয়।


ব্লাক ফাংগাস আক্রান্তদের লক্ষণ কি কি

চোখ জ্বালা পোড়া করা, নাক বন্ধ থাকা, জ্বর, দৃষ্টিশক্তি কমে আসা-সহ অনেকগুলো লক্ষণ তাদের চোখে পড়েছে। নাক বন্ধ হয়ে যাওয়া, চোখ কিংবা গাল ফুলে ওঠা ব্ল্যাক ফাঙ্গাস ইনফেকশনের প্রাথমিক লক্ষণ হতে পারে। এছাড়া, নাক দিয়ে কালো কিছু বেরিয়ে আসতে পারে।

প্রতিকার ও প্রতিরোধের উপায়:

ঝুকিপূর্ণ রোগীদের ক্ষেত্রে সংক্রমনের শুরুতে রোগ সন্দেহ করা ও নির্ণয় করা অত্যাবশক। রক্ত পরীক্ষা করা, বুকের ও সংশ্লিষ্ট অঙ্গের এক্স-রে , আলট্রাসনো, শ্লেষ্মা, চামড়া ও মাংসের টিস্যুর বায়োপসি , সিটি স্ক্যান ও এমআরআই পরীক্ষা করাতে হবে। এন্টিফাংগাল ড্রাগ জরুরি ভাবে শুরু করতে হবে। পাশাপাশি ঝুকিসমূহ যেমন ডায়াবেটিস নিয়ন্ত্রন ও রোগপ্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করতে হবে।

Your Answer

0 + 17 =

error: Content is protected !!