Microsoft excel এর সমস্য
আমি একটি সেলের মানের সাথে ১০০০ গুন করে অন্ভায ্একটি সেলের মানের সাথে ভাগ করতে হবে ?
কিভাবে করব?
আপনার প্রশ্নটি ঠিক বুঝতে পারলামনা , বোদহয় সেটি এরকম :
- একটি সেলের ভেলুর সাথে ১০০০ গুন করে অন্য আর একটি সেলের ভেলুকে ভাগ করবেন ।
- অথবা, একটি সেলের ভেলুর সাথে ১০০০ গুন করে অন্য আর একটি সেলের ভেলু দ্বারা ভাগ করবেন ।
চলুন দুটো ক্ষেত্রের বিষয় টি দেখে নেয়া যাক।
ধরি আপনার এক্সেল সিটের A1 cell এর ভেলু 20 এবং B1 cell এর ভেলু 5, আর আপনি ফলাফল পেতে চাইছেন নিচের কোন এক সেলে যেমন ধরুন B2 cell এ
প্রথম প্রশ্নের ক্ষেত্রে B2 cell এ লিখুন
=B1/(A1*1000)
এবার Enter চাপুন ।
দ্বিতীয় প্রশ্নের ক্ষেত্রে B2 cell এ লিখুন
= (A1*1000)/B1
এবার Enter চাপুন ।
আর আপনার প্রশ্নটি আলাদা হলে আবার প্রশ্নটি জানাতে ভুলবেন না । ধন্যবাদ