বাংলাদেশে করোনা টিকা বা কভিড-১৯ ভ্যাকসিন পেতে নিবন্ধন কি বাধ্যতামূলক না কি অন দা স্পট ভ্যাকসিন নেয়ার ব্যবস্থা আছে?

প্রশ্ন উত্তরCategory: স্বাস্থ্য সেবাবাংলাদেশে করোনা টিকা বা কভিড-১৯ ভ্যাকসিন পেতে নিবন্ধন কি বাধ্যতামূলক না কি অন দা স্পট ভ্যাকসিন নেয়ার ব্যবস্থা আছে?
Amit asked 3 years ago


1 Answers
TheTechSenses answered 3 years ago

নানা ধরনের তথ্য, আলোচনা ও বিভ্রান্তিকে পাশ কাটিয়ে বিশৃঙ্খলা এড়াতে অবশেষে স্বাস্থ্য বিভাগ আপাতত জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও নিবন্ধন ছাড়া কাউকে টিকা না দেওয়ার সিদ্ধান্ত বহাল রাখছে। ওই সিদ্ধান্ত ধরে আজ শনিবার ৭ই আগস্ট ২০২১ সারা দেশে শুরু হচ্ছে করোনার (কভিড-১৯) বিশেষ টিকাদান কর্মসূচি।
আপাতত বিশৃঙ্খলা এড়াতে জাতীয় পরিচয়পত্র ও নিবন্ধন ছাড়া কাউকেই টিকা দেওয়া যাবে না। যাঁরা নিজেরা নিবন্ধন করতে পারবেন না, তাঁদের নিবন্ধন করতে সহায়তা করবেন স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবকরা।
টিকা নিবন্ধন অত্যন্ত সহজ বিষয় দেশে করোনাভাইরাসের প্রতিষেধক হিসেবে টিকা গ্রহণে মানুষের আগ্রহ বেড়েছে। প্রতি ঘণ্টায় প্রায় এক লাখ নাগরিক টিকার জন্য নিবন্ধন সম্পন্ন করছেন।
কেন্দ্রে টিকার নিবন্ধন জনিত অনাকাঙ্ক্ষিত ভির বা বিশৃঙ্খলা এড়াতে নিজের ও নিজের আশেপাশের সকলকে নিবন্ধনে সহায়তা করুন।
এ লক্ষ্যে ভ্যাকসিন রেজিস্ট্রেশন পদ্ধতি ধাপে পরদর্শনপূর্বক একটি ভিডিও শেয়ার করলাম। নিজে দেখুন ও যাদের প্রয়োজন তাদের শেয়ার করুন। কোন সমস্যা বা জিজ্ঞাসা থাকলে কমেন্টের মাধ্যামে জানান।


কভিড-১৯ ভ্যাকসিন পদ্ধতি ধাপে ধাপে দেখুনঃ https://youtu.be/D6ykQdjWmUI

ধন্যবাদ।

Your Answer

0 + 6 =

error: Content is protected !!