Excel Round ফাংশন এর ব্যবহার

Excel ROUND ফাংশন টি একটি সংখ্যাকে একটি নির্দিষ্ট সংখ্যায় বৃত্তাকারে প্রকাশ করে। উদাহরণ স্বরূপ, যদি সেল A1-এ 21.5825 থাকে এবং আপনি সেই মানটিকে দুই দশমিক স্থানে রাউন্ড করতে চান, তাহলে আপনি নিচের মত সূত্রটি ব্যবহার করতে পারেন:


=ROUND(A1,2) এবং এর ফলাফল আসবে 21.58

ROUND(number, num_digits)

number , যেটিতে আপনি রাউন্ড করতে চাইছেন ।

num_digits, আপনি নাম্বার টিকে যত ঘর পর্যন্ত রাউন্ড করতে চাইছেন ।

এবার num_digits এর বিভিন্য ভেলুর জন্য ফলাফল গুলো ভিন্ন ভিন্ন আসে । যেমন

  • num_digits এর ভেলু 0 হলে কাছের ইন্টিজার নাম্বার ( পুর্ণ সংখ্যা ) রিটান করবে ।
    উদাহরন স্বরুপ 525.6658 সংখ্যাটির round 0 করলে এটি আউটপুট দিবে, 526, আবার 525.3658 এর ক্ষেত্রে আসবে 252. খেয়াল করে দেখুন পয়েন্টের পরের সংখ্যাটি ৫ বা ৫ এর বড় হলে হলে ১ যোগ হচ্ছে ।
excel round 0

excel round 0

  • num_digits এর ভেলু 0 এর বড় হলে পয়েন্টের বাম দিকে অর্থাৎ পয়েন্টের পরে সেই সংখ্যা পর্যন্ত রাউন্ড করবে ।
    উদাহরন স্বরুপ 525.6658 সংখ্যাটির round করার সময় num_digits এর ভেলু 1 হলে আউটপুট আসবে 525.7, আবার num_digits এর ভেলু 2 হলে আউটপুট আসবে 525.67
excel round greater then 0

excel round greater then 0

 

  • num_digits এর ভেলু 0 এর ছোট হলে, অর্থাৎ নেগেটিভ হলে পয়েন্টের ডান দিকে রাউন্ড হওয়া শুরু করবে এবং এটি বেশ ইন্টারেসটিং, সাথে কনফিউজিং ও ।
    উদাহরন স্বরুপ 525.6658 সংখ্যাটির round করার সময় num_digits এর ভেলু -1 হলে আউটপুট আসবে 530 !. খেয়াল করে দেখুন -1 হওয়ার ডান দিকে রাউন্ড করা শুরু করেছে এবং 525 এর শেষের ৫ টি ৫ না হয়ে ৪ হলে উত্তর আসতো 520
    একই ভাবে যদি 525.6658 সংখ্যাটির round করার সময় num_digits এর ভেলু -2 হয়, তাহলে আউটপুট আসবে 500 !
excel round less then 0

excel round less then 0

তো আশা করি Excel Round ফাংশন এর ব্যবহার সম্পর্কে একটি ধারনা পেয়েছেন । তবে Round ফাংশনটির বিকল্প হিসেবে  ROUNDUP বা ROUNDDOWN  Function ও ব্যবহার করতে পারেন ।

ROUNDUP ও ROUNDDOWN ফাংশন এর ব্যবহার

ROUNDUP এবং ROUNDDOWN ফাংশন দুটি প্রোগ্রামিং এর Floor এবং ceiling function এর মতো ।  আর ROUNDUP এবং ROUNDDOWN এক্সেল ফাংশন এর ও দুইটা আরগুমেন্ট লাগে Round Function এর মতোই । এক্ষেত্রেও num_digits (২য় আরগুমেন্ট) এর ভেলুর উপরে কত ডিজিট পর্যন্ত রাউন্ড হলে সেটা নির্ধারিত হয় ।

তবে ROUNDUP সবসময় উপরের দিকের পুর্ণসংখ্যা টি দেখায় এবং ROUNDDOWN  নিচের দিকের পুর্ণসংখ্যা টি দেখায়।

=ROUNDUP(524.6658,-1)  এর ভেলু আসবে 530

=ROUNDDOWN(524.6658,-1) এর ভেলু আসবে 520

You may also like...

1 Response

  1. sumon says:

    অনেক ভালো লাগলো

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!