কীওয়ার্ড (Keyword)
কীওয়ার্ড হলো প্রোগ্রাামে ব্যবহৃত কতগুলো সংরক্ষিত বিশেষ শব্দ। প্রত্যেকটি কীওয়ার্ডের একটি নির্দিষ্ট অর্থ আছে এবং প্রোগ্রামে একটি নির্দিষ্ট কার্যসম্পাদন করে। কীওয়ার্ডগুলো প্রচলিত অর্থের সাথে সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে এবং কম্পাইলার যখন কোন প্রোগ্রাম কম্পাইল করে তখন কীওয়ার্ড এর জন্য কিছু পূর্ব নির্ধারিত প্রোগ্রাম কোড উৎপন্ন করে। কীওয়ার্ডসমূহ ব্যবহারের জন্য সুনির্দিষ্ট কিছু নিয়ম আছে। এর সামান্য ব্যতিক্রম হলে প্রোগ্রাম ভুল ফলাফল দিতে পারে। নিম্নে কীওয়ার্ড ব্যবহারের কয়েকটি নিয়ম উল্লেখ করা হলো।
- কীওয়ার্ড সমূহের নাম একটি একক শব্দ বা ওয়ার্ডে হয়, অর্থাৎ মাঝে কোন ফাঁকা স্থান থাকে না।
- কীওয়ার্ডসমূহের প্রতিটি বর্ণ ছোট হাতের হয়, অর্থাৎ কীওয়ার্ডের নাম লিখতে ইংরেজি বড় অক্ষর ব্যবহার করা যায় না।
- কখনও যদি দুইটি কীওয়ার্ড একত্রে ব্যবহার হয় তবে মাঝে ফাঁকা স্থান থাকে।