আসসালামুয়ালাইকুম, আমার এসএসসি রেজিস্ট্রেশন কার্ড হারিয়ে গেছে, কিন্তু আমার ডিপ্লোমা সার্টিফিকেট করেকসন করতে হবে, এইখানে কি এসএসসি রেজিস্ট্রেশন কার্ড দেওয়া বাধ্যতামূলক.. আমার খুব ইমার্জেন্সী ভাবে কাগজ গুলো ঠিক করতে হবে..
রেজিস্ট্রেশন কার্ড হারিয়ে গেলে করণীয়
যে কোন গুরুত্বপূর্ন কাগজ হারিয়ে গেলে শুরুতেই থানায় জিডি ( জেনারেল ডায়েরী ) করতে হয় । আপনার ক্ষেত্রেও একই বিষয় প্রযোজ্য । তাই শুরুতেই আপনি থানায় জিডি করুন আপনার রেজিস্ট্রেশন কার্ড হারিয়ে গেছে এই মর্মে ।
এরপর এ বিষয় টি আরো জোরালো করতে যে কোন পত্রিকায় একটি বিজ্ঞাপন দিন । এর পর সেই বিজ্ঞাপন কাটিং এবং জিডি কপি নিয়ে সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করলে আপনি আপনার হারিয়ে যাওয়া রেজিস্ট্রেশন কার্ড উঠাতে পারবেন আশা করি ।
ডিপ্লোমা সার্টিফিকেট কারেকশন করতে এসএসসি রেজিস্ট্রেশন কার্ড দেয়া বাধ্যতামূলক কিনা ?
ডিপ্লোমা সার্টিফিকেট কারেকশন করতে এসএসসি রেজিস্ট্রেশন কার্ড দেয়া বাধ্যতামূলক কিনা এ বিষয় এ আমার সঠিক ধারনা নেই, আশা করি আপনি আপনার শিক্ষা প্রতিষ্ঠানের অফিস সহকারির কাছে সঠিক তথ্য টি পাবেন ।