স্থিতি ও গতি কাকে বলে?

প্রশ্ন উত্তরCategory: বিজ্ঞানস্থিতি ও গতি কাকে বলে?
Abdullah Al Faroque Staff asked 1 year ago


1 Answers
Abdullah Al Faroque Staff answered 1 year ago

স্থিতিঃ

সময়ের পরিবর্তনের সাথে পরিপার্শ্বের সাপেক্ষে যখন কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটে না তখন ঐ বস্তুকে স্থিতিশীল বা স্থির বলে। আর এ অবস্থান অপরিবর্তিত থাকাকে স্থিতি বলা হয়।


গতিঃ

সময়ের পরিবর্তনের সাথে পরিপার্শ্বের সাপেক্ষে যখন কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটে তখন তাকে গতিশীল বলা হয়। আর অবস্থানের এ পরিবর্তনের ঘটনাকে গতি বলা হয়।

Your Answer

15 + 2 =

error: Content is protected !!