ক্রায়োসার্জারিতে আইসিটির ব্যবহার বর্ণনা কর।

প্রশ্ন উত্তরCategory: তথ্য-প্রযুক্তিক্রায়োসার্জারিতে আইসিটির ব্যবহার বর্ণনা কর।
Abdullah Al Faroque Staff asked 1 year ago


1 Answers
Abdullah Al Faroque Staff answered 1 year ago

ক্রায়োসার্জারিতে আইসিটির ব্যবহার (Using ICT in Cryosurgery)

  • ক্রায়োসার্জারি করার সময় সুঁইয়ের মতো লম্বা ক্রায়োপ্রোব যন্ত্রের মাধ্যমে আক্রান্ত টিউমারে নাইট্রোজেন ও আর্গন গ্যাস সরবরাহ করা হয়।
  • ক্রায়োপ্রোব সঠিকভাবে পরিচালনা করার জন্য এবং তার পাশের সুস্থ কোষ যেন ক্ষতিগ্রস্থ না হয় সেজন্য কম্পিউটার নিয়ন্ত্রিত আলট্রাসাউন্ড অথবা (MRI- Magnetic Resource Imaging) ব্যবহার করা হয়ে থাকে।
  • পৃথিবীর মধ্যে এক নম্বর হ্যান্ডহ্যাল্ড লিকুইড নাইট্রোজেন ক্রায়োসার্জিক্যাল এবং ক্রায়োস্প্রে ডিভাইস উৎপাদনকারী প্রতিষ্ঠান হচ্ছে ব্রায়মিল। এখানে পণ্যের উৎপাদন ব্যবস্থায় কম্পিউটার ও তথ্য প্রযুক্তি ব্যাপকভাবে ব্যবহার করা হচ্ছে।
  • ক্রায়োসার্জারি উৎপাদন করতে কাঁচামাল সংগ্রহ থেকে শুরু করে উৎপাদন এবং বিপণন সহ সর্বত্রই তথ্য প্রযুক্তি ব্যবহার হয়।


Your Answer

6 + 7 =

error: Content is protected !!