ICT – আইসিটি এর সম্পূর্ণ ফর্ম
ICT এর পুরো রুপ হচ্ছে Information and Communication Technology or Technologies যার বাংলা করলে দাড়ায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি । আজকের এই তথ্য ও প্রযুক্তির যুগে আইসিটি বেশ পরিচিত । আইসিটি বলতে বোঝায় টেলিযোগাযোগ মাধ্যমে তথ্যে প্রবেশাধিকার প্রদান। সেটি হতে পারে টেলিফোন, স্যাটেলাইট কিংবা ইন্টারনেটের মাধ্যমে তথ্য এর আদান প্রদান ।
আইসিটি শব্দটি আসলে রেডিও, টেলিভিশন, সেলুলার ফোন, কম্পিউটার এবং নেটওয়ার্ক হার্ডওয়্যার এবং সফ্টওয়্যার, স্যাটেলাইট সিস্টেম সেইসাথে বিভিন্ন সেবা ও অ্যাপ্লিকেশন এর সাথে জড়িত । শিক্ষাক্ষেত্র, স্বাস্থসেবা জীবন ব্যবস্থা অনেক কিছুতেই আজ কাল ঢুকে পড়ছি তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ছোয়া ।