URL এর ফুল ফর্ম কি
আমরা যারা ইন্টারনেট ব্যবহার করে থাকি তারা অনেকেই URL এর সাথে পরিচিত। সাধারণত URL ওয়েব ব্রাউজারের এড্রেস বারে প্রদর্শিত হয়ে থাকে। এড্রেসবারের ভিতর যে লেখাগুলো থাকে তাকেই URL বলা হয়। সহজ ভাষায় কোন ওয়েব সাইটের ঠিকানাকে কম্পিউটারের ভাষায় URL বলা হয়ে থাকে।
URL Full Form
URL এর ফুল ফর্ম হচ্ছে Uniform Resource Locator।
আমরা যখন কোন ওয়েব সাইটে প্রবেশ করি। তখন এড্রেসবারে URL স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তন হয়ে থাকে। ওয়েব সাইটে প্রবেশ করার পর এড্রেসবারে লক্ষ করলে দেখা যাবে URL। যেমনঃ https://kivabe.com/url-full-form এইটি একটি URL।
একটি URL এ সাধারনত ৩টি অংশ থাকে ।
- প্রথম পার্ট টি হচ্ছে প্রটোকল , এটি হতে পারে http or https
- Domain name, এটি কখনও কখনও www দিয়ে শুরু হয় আবার কখন ও কখন ও হয়না, যেমন উপরের kivane.com এটি একটি ডোমেন নেম । এটি এমন ও হতে পারে www.kivabe.com
- এটি হতে পারে একটি পেজ আর সবগুলো মিলেই হল URL
How to get back my device url .
Not Clear about your query, could you please tell us little more about what exactly you want.